সেহওয়াগ ব্যাট হাতে পরিচিত মেজাজে ধরা দিতে পারেননি। ম্যাচের শুরুতেই আউট হয়ে বসেন বীরু। তবে সচিনকে দেখা গেল চেনা ছন্দে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন মাস্টার ব্লাস্টার।
ব্যাট হাতে ঝড় তোলেন যুবরাজ সিংও। তিনি ছয় ছক্কার স্মৃতিও ফিরিয়ে আনেন। যদিও পরপর চারটি ছক্কা মেরেই সন্তুষ্ট থাকতে হয় যুবিকে। ধ্বংসাত্মক মেজাজে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন যুবরাজ।
সচিন ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। যুবারজ ২১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করেন। তিনি ২২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। সচিন আউট হন ৩৭ বলে ৬০ রান করে। শেষমেশ তেন্ডুলকর ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
যুবরাজ এদিন ইনিংসের ১৮তম ওভারে ডি'ব্রইনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর চারটি ছক্কা হাঁকান।
সচিন ও যুবরাজের হাফ-সেঞ্চুরি ও বদ্রিনাথের ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রানের সুবাদে ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে। সেহওয়াগ ৬ রানে আউট হন। ইউসুফ পাঠান ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৩ রানের যোগদান রাখেন। গোনি অপরাজিত থাকেন ৯ বলে ১৬ রান করে।