শুভব্রত মুখার্জি: কমনওয়েলথ ভারোত্তোলনে ভারতের হয়ে সোনা জিতলেন সঙ্কেত মহাদেব সারগর। সোনা জয়ের পথে স্ন্যাচে গড়ে ফেললেন জাতীয় রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে ১১৩ কেজি ওজন উত্তোলন করলেন তিনি। মঙ্গলবার ৫৫ কেজি বিভাগে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। উল্লেখ্য ২০২১ কমনওয়েলথ ভারোত্তোলনের আসর বসেছে তাসখন্দে।
প্রসঙ্গত তাসখন্দে কমনওয়েলথ ভারোত্তোলনের আসরের সাথে সাথে ডিসেম্বর মাসের ৭-১৭ চলছে বিশ্ব ভারোত্তোলনের আসরও। ভারত এই দুটি প্রতিযোগিতাতেই অংশ নিচ্ছে। টোকিও গেমসে ভারোত্তোলনের মধ্যে দিয়েই প্রথম পদক পেয়েছিল ভারত। সেদিন মীরাবাই চানুর হাত ধরে দেশের ঝুলিতে এসেছিল প্রথম পদক।
তবে মীরাবাই চানু ছাড়া সেই অর্থে সফল হতে পারেননি কোন ভারতীয় ভারোত্তোলক। উল্লেখ্য ২০০০ সালে সিডনি গেমস থেকে এর আগে ভারত ভারোত্তোলনে শেষবার পদক জিতেছিল। সেবার মালেশ্বরীর হাত ধরে সাফল্যের মুখ দেখেছিল ভারত। তিনি ব্রোঞ্জ পদক জিততে সমর্থ হয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।