বাংলা নিউজ > ময়দান > দীপক চাহারকে হানিমুনের আগে উপদেশ দিলেন বোন মালতী, দুষ্টু ইঙ্গিত দেখতে পাচ্ছেন নেটিজেনরা

দীপক চাহারকে হানিমুনের আগে উপদেশ দিলেন বোন মালতী, দুষ্টু ইঙ্গিত দেখতে পাচ্ছেন নেটিজেনরা

দাদা-বউদিকে হানিমুনের টিপস দিলেন মালতী চাহার। ছবি- টুইটার (@ChaharMalti)।

টিম ইন্ডিয়ার তারকা পেসারকে বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করলেন মালতি।

দীপক চাহারের বিয়ের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় বোন মালতী চাহারের উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে বিস্তর। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের বিয়েতে তাঁর বোনের সাজগোজও ছিল নজর কাড়ার মতো। এবার চাহারের বিয়ের পরে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন মালতী, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

আসলে দীপক চাহারকে তাঁর বোন সোশ্যাল মিডিয়ায় হানিমুনের আগে উপদেশ দিয়ে বসেন ইঙ্গিতবহ ভাষায়। ননভেজ জোকসের মতোই ছিল মালতীর পরামর্শ। আসলে দীপককে তাঁর বোন সতর্ক করে দেন এই বলে যে, সামনে বিশ্বকাপ রয়েছে। তাই হানিমুনে গিয়ে দীপক যেন নিজের পিঠের খেয়াল রাখেন।

আরও পড়ুন:- Ranji Trophy: অভিষেকের হাফ-সেঞ্চুরি, রঞ্জির কোয়ার্টার ফাইনালের আগে ব্যাট হাতে নজর কাড়লেন মনোজ তিওয়ারি

টুইটার ও ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে মালতী লেখেন, ‘এবার মেয়ে আমাদের হল। তোমাদের বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা। দীপক চাহার, হানিমুনে গিয়ে নিজের পিঠের খেয়াল রেখো। সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে।’

আরও পড়ুন:- French Open 2022: ভয়ঙ্কর চোট পেয়ে কোর্ট ছাড়লেন জেরেভ, ফের ফরাসি ওপেনের ফাইনালে রোলাঁ গারোর রাজা নাদাল

উল্লেখ্য, চোটের জন্য মোটা অঙ্কের চুক্তি হাতে পেয়েও আইপিএল খেলা হয়নি চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহারের। জাতীয় দল থেকেও দূরে থাকতে হচ্ছে তাঁকে। তবে ভারতের বিশ্বকাপ ভাবনায় দারুণভাবেই টিকে রয়েছেন চাহার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন