বাংলা নিউজ > ময়দান > SL vs IRE, 2nd Test: লঙ্কার বোলারদের চোখে চোখ রেখে আইরিশদের তাণ্ডব, প্রথম দিনের শেষে ৩০০ পার লোরকানদের

SL vs IRE, 2nd Test: লঙ্কার বোলারদের চোখে চোখ রেখে আইরিশদের তাণ্ডব, প্রথম দিনের শেষে ৩০০ পার লোরকানদের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৯ করল আয়ারল্যান্ড। 

টস জিতে ব্যাট করতে নেমে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। তখন বালবির্নি এবং পল স্টার্লিং মিলে অক্সিজেন দেয় আয়ারল্যান্ডের ইনিংসকে। পরে লোরকান টাকার দলের হাল ধরে আয়ারল্যান্ডকে ৩০০ পার করিয়ে দেন।

৩ উইকেটে ৮৯ থেকে প্রথম দিনের শেষে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩১৯। অ্যান্ডি বালবির্নির ৯৫ রানের সৌজন্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে আয়ারল্যান্ড শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে।

চতুর্থ উইকেটে বলবির্নি এবং পল স্টার্লিংয়ের ১১৫ রানের পার্টনারশিপই আইরিশদের লড়াইয়ের ভিত্তি তৈরি করে দেয়। লাঞ্চের পরে এই জুটিই শ্রীলঙ্কার স্পিনারদের একবারে নাস্তানাবুদ করে। এপ্রিলের গরমে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন স্টার্লিং। তাঁর ক্রাম্প হয়ে যাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় স্টার্লিংকে। তা না হলে এই পার্টনারশিপ হয়তো আরও বাড়ত। প্যাভিলিয়নে ফেরার আগে স্টার্লিংয়ের স্কোর ছিল ১৩৩ বলে ৭৪ রান।

আরও পড়ুন: শার্দুলকে কেন খেলানো হচ্ছে না, বোঝার বাইরে- KKR-এর প্ল্যানিং নিয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি

এ দিকে অ্যান্ডি বালবির্নি ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১৬৩ বলে ৯৫ করে তিনি সাজঘরে ফেরেন। তবে লোরকান টাকার ছয়ে নেমে লড়াই চালাচ্ছেন। লোরকান টাকার, যিনি এই মাসের শুরুতে মিরপুরে সেঞ্চুরি করেছিলেন, তিনি ১০২ বলে অপরাজিত ৭৮ রান করে ফেলেছেন। কার্টিস ক্যাম্ফার আবার ৬৪ বলে অপরাজিত ২৭ করে লোরকানকে যোগ্য সঙ্গত করছেন। এই জুটি ৮৭ রানের পার্টনারশিপ করে ফেলেছে। পঞ্চম উইকেটে এই পার্টনারশিপ আইরিশদের জন্য রেকর্ড।

আরও পড়ুন: সিরাজ ক্ষমা চাইলেন অভব্যতার জন্য, লোমরোর মুখে শাহরুখের বুলি!

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জেমস ম্যাকালাম (১০), পিটার মুর (৫), হ্যারি টেক্টর (১৮) দ্রুত সাজঘরে ফিরে যান। তখন বালবির্নি এবং পল স্টার্লিং মিলে অক্সিজেন দেয় আয়ারল্যান্ডের ইনিংসকে। পরে লোরকান টাকার দলের হাল ধরেন।

এ দিকে প্রভাত জয়সুরিয়া আবার শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ভয়ঙ্কর ছিলেন। তিনি ৩২ ওভারে ৯৫ রানে ২ উইকেট নেন। এ ছাড়া রমেশ মেন্ডিস এবং আসিথা ফার্নান্দো ১টি করে উইকেট নেন। তবে শ্রীলঙ্কা যদি মঙ্গলবার শুরুতেই আয়ারল্যান্ডের উইকেট ফেলতে না পারে, তবে চাপে পড়ে যাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিজার তালিকা বলছে 'আছে', পোস্টমর্টেম বলল 'নেই', রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে Border Gavaskar Trophy: স্মিথ কোন পজিশনে নামবেন- কী বললেন অজি কোচ ম্যাকডোনাল্ড? ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.