শুভব্রত মুখার্জি
ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই অসম সরকারের তরফে জানানো হয়েছিল হিমাকে সরকারি চাকরিতে নিয়োগের প্রস্তাবিত বিষয়টির কথা। প্রতিশ্রুতি রাখল অসম সরকার। রাজ্যে ভোট ঘোষনার আগেই 'ধিং এক্সপ্রেস' হিমা দাসকে চাকরি দিয়ে সম্মানিত করল অসম পুলিশ।
অসমের সোনার মেয়ে হিমা দাস আন্তর্জাতিক আসরে দেশকে একাধিক সম্মান এনে দিয়ে গর্বিত করেছেন। অসমের গর্ব তারকা অ্যাথলিটকে এবার চাকরি দিল অসম সরকার। এদিন মোট ৫৯৭ জনকে অসম পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করল। হিমাকে নিয়োগ করা হয়েছে ডিএসপি পদে।অসম পুলিশের তরফে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই খবরটি জানানো হয়।
প্রসঙ্গত অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক আগেই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যের ক্রীড়ানীতিতে পরিবর্তন আনার পাশাপাশি হিমা দাসকে অসম পুলিশে বড় পদে বসানোর বিষয়টি উক্ত বৈঠকেই অনুমোদন পায়।
হিমাকে নিয়োগের এই পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। অসম সরকারের মুখপাত্র তথা শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, 'রাজ্যের ক্রীড়া নীতিতে পরিবর্তন আনা হয়েছে। সফল ক্রীড়াবিদদের পুলিশ, এক্সাইজ, পরিবহন-সহ বিভিন্ন দফতরে ক্লাস ওয়ান ও ক্লাস টু অফিসার হিসেবে নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। অসমের ক্রীড়াবিদরা অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে পদক জিতলে তাঁদের ক্লাস ওয়ান অফিসার হিসেবে সরকারি চাকরি দেবে অসম সরকার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদের ক্লাস টু সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।