বাংলা নিউজ > ময়দান > T20 WC 2022: অজিদের বিরুদ্ধে অপরাজিত ৯৩, কোহলিকে টপকে বাবরের নজির ছুঁলেন কনওয়ে

T20 WC 2022: অজিদের বিরুদ্ধে অপরাজিত ৯৩, কোহলিকে টপকে বাবরের নজির ছুঁলেন কনওয়ে

বিরাট কোহলি, ডেভন কনওয়ে, বাবর আজম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে অপরাজি ৯২ রান করেন কনওয়ে। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ২টি ছয়ে। ডেভন কনওয়ে এ দিন মাত্র ৩৬ বলেই তাঁর অর্ধশতরানে পৌঁছে যান। এর পর আরও ১২ রান যোগ করে তিনি পৌঁছে যান তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ১০০০ রানে।

শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৮৯ রানের বড় ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিউয়ি ওপেনার ডেভন কনওয়ের। ৯২ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর এই ইনিংস খেলেই তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির নজির। স্পর্শ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের রেকর্ড।

আরও পড়ুন: আমি পাক অধিনায়ক হলে, সূর্যকুমাদের গুরুত্বই দিতাম না- কটাক্ষ পাকিস্তান প্রাক্তনীর

প্রসঙ্গত এ দিন ৫৮ বলে অপরাজি ৯২ রান করেন কনওয়ে। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ২টি ছয়ে। ডেভন কনওয়ে এ দিন মাত্র ৩৬ বলেই তাঁর অর্ধশতরানে পৌঁছে যান। এর পর আরও ১২ রান যোগ করে তিনি পৌঁছে যান তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ১০০০ রানে। যেখানে পৌঁছাতে তিনি নেন ২৬টি ইনিংস। আর এর মধ্যে দিয়েই তিনি ভেঙে দেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির নজির। বিরাট ২৭টি ইনিংসে এই ১০০০ রান সম্পন্ন করেছিলেন।

আরও পড়ুন: যুজিকে হাসতে হাসতে রিভার্স সুইপ, নেটে আগুনে মেজাজে কোহলি-ভিডিয়ো

কনওয়ে , বিরাটের রেকর্ড ভাঙার পাশাপাশি ধরে ফেলেছেন বাবর আজমকেও। উল্লেখ্য বাবর ২৬টি ইনিংসেই তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ১০০০ রান স্পর্শ করেছিলেন। নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ১৪তম ওভারে ডেভন কনওয়ে তাঁর ১০০০ রানের গণ্ডি স্পর্শ করে ফেলেন। প্যাট কামিন্সের একটি লেন্থ বলকে তিনি এক্সট্রা কভার দিয়ে তুলে মারেন। সঙ্গে সঙ্গেই তিনটি রান দৌড়ে নিয়ে ১০০০ রান পূরণ করেন কনওয়ে।

উল্লেখ্য এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান এবং আফগানিস্তান দলের সাবাউন দাভিজি। দু'জনেই মাত্র ২৪টি ইনিংস খেলে আন্তর্জাতিক টি-২০-তে তাঁদের ক্যারিয়ারের ১০০০ রান পূরণ করেছিলেন। এ দিন অজিদের বিরুদ্ধে ম্যাচে ফিন অ্যালেনকে সঙ্গী করে দারুণ শুরু করেছিলেন ডেভন কনওয়ে। পাওয়ার প্লে-তে মাত্র এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৬৫ রান তুলতে সমর্থ হয়েছিল।

বন্ধ করুন