চলছে বর্ডার গাভাসকর ট্রফি। গত ম্যাচে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। আগামী বৃহস্পতিবার চতুর্থ টেস্ট বসতে চলেছে আমদাবাদে। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আমদাবাদে অনুশীলনও শুরু করে দিয়েছে মেন ইন ব্লু। এই সিরিজের মাঝেই পড়ে গিয়েছে হোলি। সিরিজ চলায় পরিবারের সঙ্গে থাকার কোনও উপায় নেই। তাতে কী হয়েছে। অনুশীলনেই হোলি পালন করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
সকালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শেষে হোলি পালন করলেন ক্রিকেটাররা। বিরাটকে আবির মাখিয়ে দিলেন গিল। রোহিত বা বাদ যাবেন কেন। তাঁকেও আবির মাখিয়ে দিলেন সতীর্থরা। ড্রেসিংরুমের পরিবেশ তখন আর পাঁচটা ম্যাচের আগে যেমন থাকে তেমন নয়। পুরো অন্য মুডে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। ফুরফুরে মেজাজে গোটা দল।
শুধু ড্রেসিংরুমেই থেমে থাকেনি বিরাট-রোহিতদের হোলি সেলিব্রেশন। টিম বাসেও চলে আবির মাখানোর পালা। টিম বাসের মধ্যে হোলি সেলিব্রেশনের ভিডিও ইস্টাগ্রামে পোস্ট করেন শুভমন গিল। সেখানে দেখা যাচ্ছে রোহিত পিছন থেকে বিরাটের গায়ে আবির ছুড়ে দিচ্ছেন। এমন ছবি যা সচরাচর দেখা যায় না। শুধু বিরাট, রোহিত এবং শুভমন নন, নিজের আসন থেকে উঠে এসে বিরাট কোহলিদের আবির মাখিয়ে দেন শ্রেয়স আইয়ার। বিখ্যাত গান 'রং বারসে ভিগে চুনারওয়ালি রং বারসে' নাচতে দেখা গেল শুভমন এবং বিরাটকে।
শুভমনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'প্রত্যেককে শুভেচ্ছা ভারতীয় দলের পক্ষ থেকে।' আমদাবাদ টেস্টের আগে টিম ইন্ডিয়ার এমন ছবি স্বাভাবিক ভাবেই স্বস্তি দিয়েছে। গত ম্যাচের হারের ধাক্কা যে কাটিয়ে উঠতে পেরেছেন ক্রিকেটাররা তা কিছুটা হলেও স্পষ্ট। এখন এটাই দেখার বিষয় সিরিজের শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে পারে কিনা ভারত।
ইতিমধ্যেই ইন্দোরে ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে যেতে হলে এই ম্য়াচ জিততে হবে। ফলে এই ম্যাচ রোহিতদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আবার এই ম্য়াচের প্রথম দিন উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ফলে দুই দেশের প্রধানমন্ত্রীদের সামনে নিজেদের সেরাটা দেওয়াই টার্গেট টিম ইন্ডিয়ার।