কয়েকদিন আগে শ্রীলঙ্কা। শনিবার নিউজিল্যান্ড। আপাতত অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ হল রায়পুরে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হল রায়পুরে। আর এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ম্যাচে ভারতের দুরন্ত বোলিংয়ের সামনে টিকতেই পারেনি কিউয়িরা। মাত্র 108 রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২০.১ ওভারে প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা পূর্ণ করেন শুভমন গিলরা।
এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি রানে জিতে বিশ্ব রেকর্ড করে ভারত। কয়েক দিনের মধ্যেই ফের রেকর্ড। বিশ্বরেকর্ড না হলেও ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকি থাকতে ম্যাচ জিতল রোহিত শর্মা অ্যান্ড কোং। রায়পুর স্টেডিয়ামে ১৭৯ বল বাকি থাকতেই ১০৮ রানের গণ্ডি টপকে যায় ভারত। এর আগে ২০১০ সালে চেন্নাইতে ১৭৩ বলে ম্যাচ জেতার রেকর্ড ছিল। বিদেশের মাটিতে ১৯৯৪ সালে অকল্যান্ডে ১৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল ভারত।
ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দলের পারফরম্যান্স ফের বিশ্বকাপ জয়ের আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ মূলত বোলারদের দাপুটে বোলিংয়ের জন্যই এগিয়েছিল ভারত। ম্যাচের শেষে দলের অধিনায়ক রোহিত শর্মাও বলেন, তিনি বোলারদের পারফরমেন্সে খুশি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘বোলারদের কাছে যা চাওয়া হয়েছে তারা পাঁচটি ম্যাচে সেটাই করে দেখিয়েছে।’
রায়পুরের ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। প্রথম ওভারেই আউট করেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনকে। পরপর চারটি বল আউট সুইং করিয়ে পরের বলটি ভেতরে ঢোকান। যা বুঝতেই পারেননি নিউজিল্যান্ডের ওপেনার। শামিকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ সিরাজ। তিনি একটি উইকেট পেলেও তার বোলিং প্রশংসা কুড়িয়েছে সবার। ম্যাচের সেরা ডেলিভারিতে হেনরি নিকোলসকে স্লিপের হাতে কাজ তুলে দিতে বাধ্য করেন সিরাজ। এছাড়াও হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদবদের বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড।
ম্যাচের শুরুতেই টসের সময় অভাবনীয় ঘটনার সাক্ষী থাকে রায়পুরের সমর্থকরা। টস জেতার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিছুক্ষণ চুপ ছিলেন। দৃশত্যই তিনি ভুলে যান টিম মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছিল। কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আমরা বোলিং করব।’ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই ধরেণর ঘটনা কবে হয়েছে মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup