বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: যুব বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছেন ক্যাপ্টেনরাই, ব্যাটে-বলে দুর্দান্ত টম জেতালেন ইংল্যান্ডকে

U19 World Cup: যুব বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছেন ক্যাপ্টেনরাই, ব্যাটে-বলে দুর্দান্ত টম জেতালেন ইংল্যান্ডকে

কানাডাকে অনায়াসে হারাল ইংল্যান্ড। ছবি- টুইটার (@cricketworldcup)।

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নক-আউটের দিকে এক পা বাড়িয়ে রাখে ইংল্যান্ডের যুব ক্রিকেট দল।

ক্যাপ্টেনরাই ছড়ি ঘোরাচ্ছেন চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এপর্যন্ত টুর্নামেন্টের যতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তাতে বেশিরভাগ ম্যাচেই ক্যাপ্টেনদের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। ব্যতিক্রম হল না ইংল্যান্ড বনাম কানাডার গ্রুপ-এ'র ম্যাচেও। ক্যাপ্টেন টম প্রেস্ট ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ইংল্যান্ডকে জয়ে এনে দেন। সেই সঙ্গে নক-আউটের পথে এক পা বাড়িয়ে রাখেন ব্রিটিশরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩২০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন প্রেস্ট নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ৯৩ রান করে আউট হন।

এছাড়া জর্জ থমাস ৫২, জর্জ বেল ৫৭, উইলিয়াম লাক্সটন ৪১, জেমস রিউ ২৯ ও জেমস সিলস ২৩ রান করেন। কানাডার হয়ে ৫১ রানে ৩টি উইকেট নেন কৈরব শর্মা। ৫২ রানে ২টি উইকেট দখল করেন শীল প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে কানাডা ৪৮.১ ওভারে ২১৪ রানে অল-আউট হয়ে যায়। ১০৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।

অনুপ চিমা ৩৮, ইয়াসির মাহমুদ ২৫,  ইথান গিবসন ৩৩ ও জোহাল সিং ৪৪ রান করেন। টম প্রেস্ট ৩৮ রানে ৩ উইকেট দখল করেন। জোশুয়া বয়ডেন নিয়েছেন ৪৪ রানে ৪ উইকেট। ৪৫ রানে ৩ উইকেট নেন জেকব বেথেল। ম্যাচের সেরা হয়েছেন প্রেস্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন