শুভব্রত মুখার্জি: ভারতীয় রেসলিং ফেডারেশন এবং কুস্তিগীরদের মধ্যে সম্পর্কের তিক্ততা আরও বাড়ল। সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ করেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাত। তার পরেই দুই পক্ষের সম্পর্কের জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত করবে ৭ সদস্যের কমিটি
ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এর পর কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের তরফে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় রেসলিং ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করার জন্য গঠন করা হয় ওভারসাইট কমিটি। সেই কমিটির এক সদস্য নাকি স্পর্শকাতর তথ্য ফাঁস করে দিয়েছেন! এমন গুরুতর অভিযোগ করেছেন ভিনেশ।
আরও পড়ুন: লড়াইয়ে আমিও খেলোয়াড়দের সঙ্গে আছি- কুস্তি সংস্থার বিরুদ্ধে দঙ্গলে নামলেন ববিতা ফোগাট
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ একটি পোস্ট করেছেন ভিনেশ। যেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে ট্যাগ করে বিচারের দাবিও জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘গত কাল থেকে আমি বেশ কিছু মিডিয়া রিপোর্ট পড়েছি। পড়ে এটা বুঝতে পেরেছি যে, ওভারসাইট কমিটির সদস্য একজন ক্রীড়াবিদ এই কমিটির স্পর্শকাতর এবং গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন বাইরে। যৌন হয়রানির বিষয়ে একাধিক তথ্য বাইরে ফাঁস করা হয়েছে। একজন ক্রীড়াবিদ হওয়ার কারণে বিষয়টি আমার কাছে আরও বেশি হতাশাজনক। কারণ এই কাজটা একজন ক্রীড়াবিদ করছেন। ওভারসাইট কমিটির এক সদস্য বেহিসেবি আচরণ করছেন। তাঁদের এই ব্যবহার দেখে, মেয়েদের প্রতি তাঁদের কি মনোভাব তা খুব স্পষ্ট।’
এর পাশাপাশি তিনি আরও লিখেছেন, ‘ঘটনা আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ ওই ক্রীড়াবিদ দু'টি এমন কমিটির সদস্য, যে কমিটি যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তদন্ত করছে। তারা তদন্ত করছে ভারতীয় রেসলিং ফেডারেশনের সর্বময় কর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। এই ঘটনার ফলে ওভারসাইট কমিটির কার্জকলাপের প্রতি চরমতম অবিশ্বাস জন্মেছে। মনে হচ্ছে, কেউ আমাকে ইচ্ছা করে হতাশ করেছে। নীচু দেখানোর চেষ্টা করছে। যে কমিটির কাজ ছিল, স্বচ্ছ তদন্ত চালানো। তার একজন সদস্য এই রকম কৌশলগত পরিকল্পনা করেছেন। নিজের অবস্থানের ভুল ভাবে ব্যবহার করার জন্য ওই সদস্যের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি। এই কমিটি থেকে ওই সদস্যকে সরানো উচিত। আমি নিশ্চিত প্রাক্তন সভাপতি তদন্তের বিষয়ে ওই সদস্যের থেকে সাহায্য পাচ্ছেন। প্রথম দিন থেকে মহিলাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন ওই সদস্য। আমি বিষয়টি নিয়ে এক্ষুণি তদন্তের দাবি জানাচ্ছি। কঠিনতম সাজার আবেদন জানাচ্ছি ওই ক্রীড়াবিদের বিরুদ্ধে।’ উল্লেখ্য, ২৩ জানুয়ারি তৈরি করা হয়েছিল এই ওভারসাইট কমিটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।