শুভব্রত মুখার্জি: বয়সটা তাঁর কাছে সংখ্যা মাত্র। তাঁর বয়সী বিশ্ব ক্রিকেটের বাকি ক্রিকেটাররা যখন অবসর জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বেছে নিয়েছেন, তখন বাংলার ডান হাতি পেস বোলিং অলরাউন্ডার ঝুলন গোস্বামী নিউজিল্যান্ডের ২২ গজে লড়াই চালাচ্ছেন। নিজের দেশকে বিশ্বকাপের শিরোপা জেতানোর লক্ষ্যে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে নিয়ে ফেলেছেন ২৫০-এরও বেশি উইকেট। এই মুহূর্তে বিশ্ব মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিই। ভারতীয় মহিলা ক্রিকেটের ৩৯ বছরের 'তরুণী' কে নিয়ে কথা বলতে গিয়ে তাঁর সতীর্থা স্নেহ রানা জানিয়ে দেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে ঝুলনকে আলাদা করে বলার কোনও দরকার নেই। ও ভালভাবেই জানে কী করতে হবে।’
সোমবারেই ভার্চুয়াল এক প্রেস কনফারেন্সে ঝুলনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে প্রশ্ন করা হয় স্নেহ রানাকে। তিনি বলেন ‘দেখুন ও (ঝুলন) এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, ও নিজেই ভালো ভাবে জানে, কী ভাবে ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে। আমি মনে করি আমাদের ওকে আলাদা ভাবে কোনও কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। ও একজন কিংবদন্তি। মেডিক্যাল টিম এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওর আলাদা করে কথাও হয়েছে এই বিষয়ে। ওরা ও নিশ্চয় এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল।’
চলতি মহিলা বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দু'টিতে জিতে আপাতত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে। স্নেহ রানা আরও বলেন, ‘নিউজিল্যান্ডে মাঠের আকৃতি খুব ছোট। তবে আমরা কখনও মাথায় এই বিষয়টি খেলতে নামি না। প্রতিটা বলেই চালিয়ে খেলতে হবে। আপনি যখন ব্যাট করতে নামবেন. তখন আপনার মাথাতে এসব থাকে না। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিয়ে থাকি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।