বাংলা নিউজ > ময়দান > বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিরল নজির, এই প্রথম জ্যাভলিনের ফাইনালে একসঙ্গে তিন ভারতীয়

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিরল নজির, এই প্রথম জ্যাভলিনের ফাইনালে একসঙ্গে তিন ভারতীয়

নীরজ চোপড়া। ছবি- এএফপি।

আশ্চর্যজনকভাবে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠতে পারেননি দু’বারের চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স।

শুভব্রত মুখার্জি: বিশ্ব অ্যাথলেটিক্সে, বিশেষ করে জ্যাভলিনে এই মুহূর্তে অন্যতম সেরা তারকা নীরজ চোপড়া। নীরজের হাত ধরে জ্যাভলিনে ভারত সাম্প্রতিক সময়ে একাধিক সাফল্য অর্জন করেছে। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয় হোক, লঁসানে ডায়মন্ড লিগের সোনা জয়, ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি। ২০২৪ সালেই অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক গেমস। সেই গেমসের মূলপর্বে খেলার যোগ্যতাও ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন তিনি। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরেই এই যোগ্যতা অর্জন করেছেন তিনি।

তবে এই দিনটা যেন ছিল ভারতীয় অ্যাথলিটদের। নীরজ একা নন, তাঁর পাশাপাশি আরও দুই জন ভারতীয় অর্থাৎ মোট তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কোয়ালিফাই করেছেন ফাইনালের জন্য, যা নিঃসন্দেহে এক নয়া নজির।

নীরজ চোপড়ার পাশাপাশি ডিপি মনু এবং কিশোর জেনা এই দুই ভারতীয় জ্যাভলারও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনের ফাইনালে উঠেছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এদিনটা যেন ছিল ভারতীয় অ্যাথলিটদের দিন। ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এই দিনটিকে স্বর্ণাক্ষরে লিখে দিলেন নীরজ, মনু এবং কিশোর। নীরজ এদিন ফাইনালে পৌঁছলেও স্বপ্নের ৯০ মিটারের নজির তিনি স্পর্শ করতে পারেননি। যদিও এই নজিরের খুব কাছাকাছি পৌঁছে যান তিনি। এদিন তাঁর প্রথম থ্রোতেই তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

আরও পড়ুন:- Asia Cup 2023: অনুশীলনেও কোহলির সঙ্গে জুটিতে শ্রেয়স, এশিয়া কাপে কপাল পুড়তে পারে সূর্যকুমারের

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের ইতিহাসে এতদিন আগে পর্যন্ত যা ঘটেনি তাই ঘটল এদিন বুদাপেস্টে। পুরুষদের জ্যাভলিনের ফাইনালে খেলতে চলেছেন তিন ভারতীয়। নীরজ চোপড়া, ডিপি মনু এবং কিশোর জেনা রবিবার পদকের লক্ষ্যে লড়াই করবেন। তাঁদেরকে লড়াই করতে হবে স্বদেশীয়দের বিরুদ্ধেও।

নীরজ এদিন তাঁর মরশুমের সেরা ৮৮.৭৭ মিটার থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি অলিম্পিক কোটাও নিশ্চিত করে নিয়েছেন। ডিপি মনু এবং কিশোর জেনাও ৮০ মিটারের লক্ষ্য পার করে ফাইনালে পৌঁছান। ডিপি মনু ৮১.৩১ মিটার এবং কিশোর জেনা ৮০.৫৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

আরও পড়ুন:- ভুল করেছেন শাদব, তবু হম্বিতম্বি বাবর আজমদের, শাহিনের অসভ্যতা ঢাকার চেষ্টা করেও রাগ লুকোতে পারলেন না পাক দলনায়ক- ভিডিয়ো

ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জনের যোগ্যতামান ছিল ৮৩.০০ মিটার। ডিপি মনু প্রথম প্রচেষ্টায় ৭৮.১০ মিটার, দ্বিতীয় প্রচেষ্টায় ৮১.৩১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থানে উঠে আসেন। তাঁর তৃতীয় ও ফাইনাল প্রচেষ্টা ছিল ৭২.৪০ মিটারের। অন্যদিকে প্রথম প্রচেষ্টায় ৮০.৫৫ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন কিশোর জেনা। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা ১২ জন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নীরজ রয়েছেন সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তবে আশ্চর্যজনকভাবে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি দু’বারের চ্যাম্পিয়ন তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পরিচালনার পর ফের অভিনয়ে ফিরলেন মানসী, কোন ছবিতে দেখা যাবে? স্টার্কের আগ্রাসন, শ্রেয়সের ডাকাবুকো নেতৃত্ব, SRH-এর ভুলচুক, ৫ কারণে ফাইনালে KKR ‘ওঁরা বলেছিলেন গুরুত্ব পাচ্ছেন না, BJPতেই বা কী পাচ্ছেন?’দলত্যাগীদের নিয়ে খাড়গে ১৩.৪ ওভারে খেল খতম, অতীতে কোয়ালিফায়ার ১ জিতে ফাইনালে উঠলেই চ্যাম্পিয়ন হয়েছে KKR ফর্ম্যালিটির জন্য ব্যাট করেছি! ভাবিনি যে ১৫৯-তে SRH অল-আউট হবে, ফুটছেন বেঙ্কটেশ ‘পোর্শে’ কাণ্ডে নাবালক অভিযুক্তকে হেফাজতে পিৎজা, দাবি কং-র, মুখ খুললেন ফড়নবীশও কূর্ম জয়ন্তী কবে? কেন এত বিশেষ এই দিন, এই দিনের গুরুত্ব কী, জেনে নিন ছবির মেয়েটি বলিউডের মস্ত অভিনেত্রী, রয়েছে বাংলার যোগও, চিনতে পারছেন? KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের T20 World Cup-এর জন্য ভিভকে মেন্টর হিসেবে চাইছে PCB,রাজি হলেন উইন্ডিজ কিংবদন্তি?

Latest IPL News

KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট IPL থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার মাঝেই,রাঁচিতে বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে IPL 2024: KKR আত্মবিশ্বাসী,কিন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলেন পাক কিংবদন্তি ক্রিকেট নিয়ে ৭০ সেকেন্ডও আমাদের কথা হয়নি- শাহরুখকে সেরা মালিকের তকমা গম্ভীরের কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো কোন বিষয়টি চিন্তায় রাখছে KKR-কে? কোথায় এগিয়ে হায়দরাবাদ? কী হবে দুই দলের একাদশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.