ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা জানিয়েছেন, তিনি আশা করছিলেন যে, আইপিএল ২০২২-এ গুজরাট টাইটানস (জিটি) এর হয়ে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পরে বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম তথা শেষ টেস্টের জন্য তাঁকে পুনরায় ডাকা হতে পারে।
এ বার আইপিএলে তিনি ১১ ম্যাচে ৩১৭ রান করেছিলেন। তিনি দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেও জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলেনি। বরং তাঁকে জানানো হয়েছিল যে, দল তাঁকে নিয়ে আর ভাবছে না। আর তার পরেই ঋদ্ধির সব আশাই শেষ হয়ে যায়।
আরও পড়ুন: ‘CAB চাইলে সমস্যা মেটাতেই পারত, কিন্তু বাংলা হয়তো আমাকে চায় না’, হতাশ ঋদ্ধিমান
স্পোর্টসকিডায় একটি সাক্ষাৎকারে ঋদ্ধি বলেছিলেন, ‘টিম ম্যানেজমেন্ট ফেব্রুয়ারিতে ওরা আমাকে নিয়ে না ভেবে সামনের দিকে তাকাতে চায়। তবু আইপিএলে ভালো পারফর্ম করার পর আমি ভেবেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টের জন্য ওরা আমার কথা ভাববে।’
তিনি যোগ করেছেন, ‘ওরা আমাকে টেস্ট দলে রাখত, তবে জিনিসগুলি অন্য রকম হতে পারত। সব কিছুই নির্বাচকদের হাতে। আমি কারও প্রতি কোনও ক্ষোভ রাখি না এবং ওদের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করি।’
আরও পড়ুন: জল্পনাকে সত্যি করে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলতে চুক্তিবদ্ধ ঋদ্ধিমান সাহা
ত্রিপুরার ক্রিকেটার-কাম-মেন্টর হিসেবে যোগদানের পর ঋদ্ধিমান সাহা স্বীকার করে নেন, সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাস বাংলার ক্রিকেটের প্রতি তাঁর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার পরেই তাঁর মন ভেঙে গিয়েছিল।
৩৭ বছরের তারকা যোগ করেছেন, ‘তিনি (দেবব্রত দাস) এই মন্তব্য করার পরে, আমি অভিষেক ডালমিয়াকে এর বিহিত করতে বলেছিলাম। যাইহোক, সিএবি কোনও ব্যবস্থা নেয়নি। বরং তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। তার মানে কেউ আমার অনুরোধে কর্ণপাত করেনি। বিষয়টি এতটা গুরুতর ছিল না যে, এটির সমাধান করা যায়নি।’
ঋদ্ধি আরও যোগ করেন, ‘আমি কখনও-ই ভাবিনি যে আমাকে একদিন বাংলা ছাড়তে হবে। কিন্তু যখন আমি সিএবি-র থেকে কোনও সাড়া পাইনি, তখন আমি অনুভব করলাম আমার কোনও মর্যাদা এখানে অবশিষ্ট নেই। আমি সব সময় অনেক আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে খেলাটি খেলেছি, তাই এটি আমাকে আরও বেশি আঘাত করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।