কোয়ারেন্টিনে কী ভাবে নিজেদের ফিট রাখছেন ভারতীয় ক্রিকেটাররা? আদৌ কী নিভৃতবাসে থেকে বিরাটরা ফিট থাকতে পারবেন। তারা কী কোয়ারেন্টিনে থেকে কোনও সমস্যায় পড়বেন না তো! তাঁরা কী একটু অলস হয়ে যাবেন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ও ইংল্যান্ডে বিরাট কোহলিরা উড়ে যাওয়ার আগে এমনই সব প্রশ্ন ঘুরছে ক্রিকেট প্রেমীদের মাথায়। এবার সেই সব প্রশ্ন থেকে পর্দা তুললেন ভারতীয় দলের ট্রেনার সোহম দেশাই।
দেশাই বিসিসিআই ডট কমকে বলেন, ‘নিক এবং আমি অনুভব করেছি যে খেলোয়াড়রা শিথিল হওয়ার সময়টি থেকে আমরা উপকৃত হয়েছি। গত আইপিএল থেকে তাঁর জন্য দীর্ঘ এক বছর হয়ে গেছে।’
দল তিন মাসেরও বেশি সময় ইংল্যান্ড সফরে থাকবে। বুধবার রাতে দেশ ছাড়বে বিরাট অ্যান্ড কোম্পানি। দীর্ঘদিন ধরে ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সঙ্গে কাজ করা দেশাই বলেছিলেন, ‘খেলোয়াড়দের প্রশিক্ষণের এই পুরো প্রক্রিয়াটি তিন সপ্তাহ সময় নেবে। তারা সাধারণত এটি করতে সক্ষম হয় না কারণ তাদের এক টানা ম্যাচ খেলতে হয়।’ তিনি আরও জানান, ‘আমরা তাদের ধীরে ধীরে ফিটনেসের দিকে নিয়ে যাচ্ছি যা তাদের পক্ষে সত্যই গুরুত্বপূর্ণ। আমরা সেই দিকগুলি নিয়ে কাজ করছি যা আমরা অনুভব করি যে মরসুমে এটি করা সম্ভব নয়।’
বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় দলের শক্তি ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এমন জায়গায় রেখেছে যেখানে রুম সহ একটি বারান্দা রয়েছে এবং খেলোয়াড়রা খোলা জায়গায় অনুশীলন করতে সক্ষম হয়েছিল। খেলোয়াড়রা পৃথকীকরণের সময় তাদের কক্ষে প্রশিক্ষণ নিচ্ছিলেন। আমি মনে করি আমরা সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেছি এবং এখন দলের প্রত্যেকে খুব ভাল অবস্থায় রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।