সিরিজ শুরুর আগে তাঁকে নিয়ে সমালোচনার অন্ত ছিল না। তবে টেস্ট ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে ফর্মে ফিরেছেন লিটন দাস। প্রথম ওয়ান ডে ম্যাচেও তাঁর চওড়া ব্যাটে দুরন্ত শতরানে ভর করেই বাংলাদেশে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকা পড়ে গেল।
টেস্টে না খেলতে পারেননি, ওয়ান ডে সিরিজেও দলে ফিরে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তামিম ইকবালকে। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ শাকিব আল হাসানও (২৫ বলে ১৯)। মোসাদ্দেক হোসেন (১৫ বলে ৫) আউট হলে ৭৪ রানে চার উইকেট হারিয়ে বিপাক পড়ে যায় বাংলাদেশ।
টেস্টের পরে লিটনকে ফের একবার সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ (৫২ বলে ৩৩)। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৯৩ রান যোগ করেন। মাহমুুদুল্লাহ আউট হলে ক্রিজে নেমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করেন আফিফ হোসেন। ব্যক্তিগত ১০২ রানে আউট (১১৪ বলে) নিজের কেরিয়ারের চতুর্থ শতরান করে লিটন আউট হয়ে গেল দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান আফিফ।
শেষের ওভারগুলোয় তাঁর ঝোড়ো ৩৫ বলে ৪৫ রান ও মেহেদি হাসান মিরাজের (২৫ বলে ২৬) সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৬ রান তোলে বাংলাদেশ। জিম্বাবোয়ের হয়ে লুক জঙ্গে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। মূলত লিটনের শতরানে সম্মানজনক স্কোর তুলতে পারলেও, ফের প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে বাংলা টাইগারদের টপ অর্ডার নিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।