বাংলা নিউজ > টেকটক > Aadhaar-Voter ID Link: জেনে নিন কীভাবে লিঙ্ক করতে হবে, রইল সহজ স্টেপস

Aadhaar-Voter ID Link: জেনে নিন কীভাবে লিঙ্ক করতে হবে, রইল সহজ স্টেপস

ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/ Soumick Majumdar)

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা নির্বাচনী সংস্কার সংক্রান্ত একটি বিল অনুমোদন করে। এর অংশ হিসাবে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সুপারিশ করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা নির্বাচনী সংস্কার সংক্রান্ত একটি বিল অনুমোদন করে। এর অংশ হিসাবে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সুপারিশ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন (ECI)-এর মূল প্রস্তাবগুলির মধ্যে এটি একটি।

এছাড়াও এই বিল অনুযায়ী, আগামিদিনে হবু ভোটারদের এক বছরে রেজিস্ট্রেশনের জন্য চারবার সুযোগ দেওয়া হবে। বর্তমানে, যাঁরা প্রতি বছরের ১ জানুয়ারি বা তার আগে ১৮ বছর বয়সে পড়েন, তাঁদের শুধুমাত্র একবার ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের সুযোগ মেলে। এর পাশাপাশি, পরিষেবা ভোটারদের জন্য নির্বাচনী আইন লিঙ্গ-নিরপেক্ষ করা হবে।

আধার-ভোটার কার্ড লিঙ্ক কি বাধ্যতামূলক?

না, ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আবশ্যিক নয়।

জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, এসএমএস, ফোন বা বুথ-স্তরের আধিকারিকদের কাছে গিয়ে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে।

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করবেন :

১. https://voterportal.eci.gov.in/ -এ যান।

২. আপনার মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগইন করুন এবং পাসওয়ার্ড দিন।

৩. রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম ভরুন।

৪. ডিটেলস পূরণ করার পর 'সার্চ'-এ ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে দেখাবে।

৫. 'ফিড আধার নং' অপশনে ক্লিক করুন। এটি স্ক্রিনের বাঁ দিকে দেখা যাবে।

৬. একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিতে হবে।

৭. সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর 'সাবমিট'-এ ক্লিক করুন।

৮. স্ক্রিনে দেখাবে যে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।

এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি :

166 বা 51969 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে ভোটার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

< Voter ID Number > < Aadhaar_Number >

ফোনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করবেন:

ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করার আরেকটি উপায় হল কল করা।

শনি-রবি বাদে যে কোনওদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে 1950 ডায়াল করতে হবে। এরপর ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ডের তথ্য শেয়ার করতে হবে।

বুথ লেভেল অফিসারদের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি:

আপনি নিকটস্থ বুথ স্তরের অফিসে আবেদন জমা দিয়ে ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। বুথ লেভেল অফিসার সমস্ত বিবরণ যাচাই করবেন। বিশদ বিবরণ পরীক্ষা করতে আপনার বাসস্থানেও যেতে পারেন।

ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

NVSP ওয়েবসাইট- https://voterportal.eci.gov.in/--এ গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। ‘Seeding Through NVSP Portal’ বিভাগে প্রয়োজনীয় ডেটা ভরুন। সেখানেই স্ট্যাটাস দেখতে পাবেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
টেকটক খবর

Latest News

'ব্রহ্মাস্ত্র ওর ভাবনা, আমি…', জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অয়নের তারিফ করণের ২৭ বলে ৬৬ রান উথাপ্পার! বিধ্বংসী ৬০ হাঁকালেন আরও ১ KKR প্রাক্তনী, কাঁপল শিকাগো ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.