BS-7 গাড়িগুলি প্রস্তাবিত ইউরো-7 নির্গমন মানের ভিত্তিতে তৈরি করা হবে। ইউরোপীয় কমিশন নতুন গাড়ি এবং ভ্যানের জন্য ২০২৫ সালের জুলাই থেকে এবং নতুন ট্রাক ও বাসের জন্য ২০২৭ সালের জুলাই থেকে ইউরো-7 নিয়ম চালু করার প্রস্তাব দিয়েছে।
1/5সরকারের বলার অপেক্ষায় থাকবেন না। নিজেরই BS7-এর জন্য প্রস্তুতি শুরু করে দিন। গাড়ি নির্মাতাদের উদ্দেশ্যে এমনটাই বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5BS-7 গাড়িগুলি প্রস্তাবিত ইউরো-7 নির্গমন মানের ভিত্তিতে তৈরি করা হবে। ইউরোপীয় কমিশন নতুন গাড়ি এবং ভ্যানের জন্য ২০২৫ সালের জুলাই থেকে এবং নতুন ট্রাক ও বাসের জন্য ২০২৭ সালের জুলাই থেকে ইউরো-7 নর্ম চালু করার প্রস্তাব দিয়েছে। সূত্রের খবর, সড়ক পরিবহণ মন্ত্রক বিএস-7 এমিশন স্ট্যান্ডার্ডের প্রথম পর্যায়ের কাজ শুরু করেছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের গাড়ি নির্মাতাদের এখন থেকেই নিজেদের পরীক্ষা-নিরীক্ষা শুর করে দেওয়া উচিত্। BS-7 নিয়ম মেনে যানবাহন তৈরির পরিকল্পনা করা প্রয়োজন বলে জানান তিনি। এর জন্য নির্মাতাদের নিজেদেরই উদ্যোগী হওয়ার আহ্বান জানান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
4/5ইউরোপীয় কমিশনের ঘোষণার কয়েকদিন পরেই গডকড়ির এই মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ। ভারতের গাড়ি নির্মাতাদেরও ইউরোপীয় নীতি মেনে এগনোর অনুরোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন? ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5কারণ ইউরোপের দেশে ভারতে তৈরি গাড়ি বিক্রি করতে সেদেশের মানদণ্ডে পাশ করতে হবে। ভারতের বহু গাড়ি সংস্থাই সেখানে ব্যবসা করে। তাই সেই নীতি মেনে ভারতেও পরিবর্তন আনাটাই বুদ্ধিমানের কাজ হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (PTI)