বাংলা নিউজ > বিষয় > Coromandel express accident

Coromandel express accident

জানা গিয়েছে, বালাসোরের সোরো সেকশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারকে জেরা করেছে সিবিআই। এদিকে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় যে সংশ্লিষ্ট রেলকর্মীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, সিবিআই এবং সিআরএস তদন্তের আওতায় রয়েছে সব কর্মীরাই। তাদের মধ্যে কেউই নিখোঁজ বা পলাতক নয়।   (HT_PRINT)

‘কেউ উধাও হয়নি’, জল্পনা ওড়াল রেল, বালাসোরকাণ্ডে নজরে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভূমিকা

গত ২ জুন ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনার নেপথ্যে কোনও নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই-কে। এই আবহে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, গত ২ জুন সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে।   (REUTERS)

করমণ্ডল দুর্ঘটনায় 'হিউম্যান এরর' তত্ত্ব, নজরে বাহানগা স্টেশনের পাঁচ কর্মী

ইতিমধ্যেই জানা গিয়েছে, সিগন্যালিংয়ের গলদ নয় বরং রেলকর্মীদের ভুলের কারণেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই আবহে এবার বালাসোরের বাহানগা স্টেশনের পাঁচ কর্মীর ওপর নজর পড়েছে। এই আবহে সিবিআই জেরার মুখেও পড়তে হয়েছে রেলকর্মীদের।

রেলওয়ে নিরাপত্তা কমিশনের তদন্তকারীরা সন্দেহ করছেন যে রেলওয়ে কর্মীরা নিজেরাই অটোমেটিক ব্যবস্থাকে ম্যানুয়ালি বাইপাল করেছিলেন। যার জেরে এই বিপত্তি ঘটে এবং প্রায় ৩০০ যাত্রী মারা যান। তবে কেন এই সিগন্যালিং ব্যবস্থা ম্যানুয়ালি বদল করা হয়েছিল? জানা গিয়েছে, বাহানগা স্টেশনের কাছাকাছি রেল-রোড ইন্টারসেকশনে রাস্তার ট্র্যাফিক বন্ধ করার জন্য ব্যবহৃত একটি সিগন্যালিংয়ে ত্রুটি ছিল। সেই সমস্যা এড়াতেই নাকি এই ম্যানুয়াল বাইপাসিং হয়ে থাকতে পারে।   (PTI)

সিগন্যালিং ব্যবস্থার গলদ নয়, রেলকর্মীদের সিদ্ধান্তের জেরেই বিপত্তি ঘটে বালাসোরে

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় ১০ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে রেল প্রাথমিক ভাবে তদন্ত করেছে। এদিকে সিবিআই আধিকারিকরাও তদন্ত করছে। এই আবহে সংবাদসংস্থা রয়টার্স একটি এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করল, তদন্তকারীরা মনে করছেন যে জেনে বুঝেই সিগন্যাল বদল করা হয়েছিল বাহানগায়।

এদিকে আজ বাতিল করা হয়েছে খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়্গপুর-ভিল্লুপুরম সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড মেমু। এছাড়াও আজ চাকা গড়াবে না জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল, পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের।   (HT_PRINT)

হাওড়া, শিয়ালদা, খড়্গপুর থেকে আজ বাতিল বহু ট্রেন, তালিকা প্রকাশ রেলের

গত সপ্তাহের শুক্রবার ওড়িশার বালাসোরের বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে বাতিল হয়েছে বহু ট্রেন। সোমবার থেকে সেই রুটে ট্রেন চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি যাত্রী পরিষেব। এই আবহে বৃহস্পতিবার, জুন বাতিল হয়েছে আরও ৩৩টি ট্রেন। দেখুন তালিকা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে।   (PTI)

করমণ্ডলকাণ্ডে নয়া মোড়, প্রাথমিক রিপোর্টের সাথে সহমত নন রেলের তদন্তকারী আধিকারিক

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় পাঁচদিন কেটে গিয়েছে। এরই মাঝে রেলের তরফে দুর্ঘটনার কারণ জানতে বাহানগা স্টেশন এলাকা পরিদর্শন করা হয়েছে। তদন্তে নেমেছে সিবিআই। রুজু হয়েছে মামলা। রেলের তরফে প্রাথমিক রিপোর্টও পেশ করা হয়েছে। এরই মাঝে এই দুর্ঘটনায় নয়া মোড়।

এদিকে শুধু তাই নয়, প্রতি কিলোমিটার ট্র্যাকের নিরিখে দুর্ঘটনার অনুপাতের পরিসংখ্যান পেশ করা হয়েছিল সংসদীয় কমিটির সামনে। তাতে বলা হয়েছিল ২০১০-১১ সালে প্রতি কিলোমিটার রেল পথে দুর্ঘটনা হত ০.১৪। তবে ২০২২-২৩ বর্ষে প্রতি কিলোমিটার রেল ট্র্যাকে ট্রেন দুর্ঘটনার অনুপাত নেমে আসে ০.০৩-এ।   (PTI)

'সুরক্ষাকে অগ্রাধিকার', করমণ্ডল দুর্ঘটনার ৮ দিন আগে সংসদীয় কমিটিকে বলেছিল রেল

গত শুক্রবার, ২ জুন দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনে। সেই দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেই দুর্ঘটনার মাত্র আটদিন আগেই সংসদীয় কমিটির সামনে রেল দাবি করেছিল যে তারা সর্বদাই যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দেন।

গত সপ্তাহের শুক্রবারে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এই প্রথম চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। চেন্নাই থেকে ডাউন ট্রেনটি শালিমারের উদ্দেশে রওনা দেয় ৫ জুন। গতকাল, ৬ জুন ভদ্রক ও বালাসোরের মাঝে বাহানগা বাজার স্টেশনটি দিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। গত শুক্রবার এই স্টেশনেই ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১২৮ কিমি। তবে মঙ্গলবাল ডাউন করমণ্ডলের গতি ছিল ভিন্ন।   (PTI)

ফের চাকা গড়াল করমণ্ডলের, বাহানগায় কত গতি ছিল ট্রেনটির? শুনলে চোখ উঠবে কপালে

দুর্ঘটনার দিন গতি ছিল ঘণ্টায় ১২৮ কিমি। সজোরে গিয়ে আকরিক লোগা বনহনকারী মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। অভিশপ্ত সেই শুক্রবারে করমণ্ডল বিভীষিকায় আঁতকে ওঠে গোটা বিশ্ব। তবে সেই দুর্ঘটনা পিছনে ফেলে রেখে ফের একবার চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের।

এদিকে এই বিতর্কের মাঝেও এটা সত্যি যে বালাসোরের ট্রেন দুর্ঘটনা পুরনো ট্র্যাকের কারণে হয়নি। সেটা হয়েছে ইন্টারলকিংয়ের সমস্যার কারণে। যদিও পূর্ণাঙ্গ তদন্তের আগে নিশ্চিত ভাবে কিছুই বলা যাবে না। এদিকে রেল লাইন পুরনো হলেই তা অসুরক্ষিত বা অব্যবহারযোগ্য হয়ে পড়ে না।    (HT_PRINT)

পুরনো ট্র্যাক বদলাতে CAG-র অনুমানের থেকে অনেক কম খরচ রেলের, দাবি রিপোর্টে

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে রেল ট্র্যাক বদল নিয়ে মুখ খুলেছে রেল। জানানো হয়েছে, ২০২০-২১ সালে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ করে পুরনো ট্র্যাক বদলেছ রেল। এদিকে সিএজি-র অনুমান, এই কাজ করতে প্রয়োজন ছিল প্রায় ৪৫ হাজার কোটি।

এদিকে বালাসোরের পর পুরীগামী বন্দে ভারত থামে ভদ্রক স্টেশনে। এই দুই স্টেশনের মাঝেই রয়েছে অভিশপ্ত বাহনগা স্টেশনটি। হাওড়া থেকে এই স্টেশনের দূরত্ব ২৫৫ কিলোমিটার। আজ এই স্টেশনটি দিয়ে ৯টা ১৮ মিনিটে ছুটে যায় বন্দে ভারত। তবে এই লাইন দিয়ে খুবই ধীর গতিতে এগিয়ে যায় ট্রেনটি।  

করমণ্ডলের দুর্ঘটনাস্থল দিয়ে আজ ছুটল বন্দে ভারত, কত দেরিতে পুরী পৌঁছল ট্রেনটি?

বাহানগা স্টেশনের বাইরে যেখানে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই স্থানের মেরামতি হয়ে গিয়েছে। আজ সকাল থেকে সেখান দিয়ে যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এই আবহে দু'দিন বাতিল থাকার পর পুরীগামী বন্দে ভারতও হাওড়া থেকে ছেড়ে যায় আজ।

এদিকে বিগত দু'দিন ধরেই বালাসোরে আছেন রেলমন্ত্রী। বিভিন্ন সময়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে কাজের তদারকি করেছেন তিনি। কখনও নিজেই ধ্বংসস্তূপে ঢুকে গিয়েছেন। এদিকে দুর্ঘটনার পরপরই বিরোধীদের একাংশ অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব হয়েছে।   (Ani)

বালাসোরে চালু হল ডাউন মেন লাইন, নিজে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব

শনিবার সকাল থেকে বালাসোরের বাহানগা বাজার স্টেশনে আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর উদ্ধারকাজ এবং লাইন মেরামতির কাজ তদারকি করতে সেখানে মন্ত্রী। এই আবহে আজ তিনি জানিয়ে দিলেন যে ডাউন মেন লাইন পুরোপুরি মেরামতি করা হয়েছে। এই লাইন চালু হয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের বাহানগা স্টেশন দিয়ে যাওয়ার কথা ছিল আরও প্রায় আড়াই ঘণ্টা আগে। তবে এই ট্রেনটি দেরিতে চলছিল। যদি এই ট্রেনটা সময় মতো চলত, তাহলে এই দুর্ঘটনা এতটাও মর্মান্তিক হত না। হয়ত এত মানুষের প্রাণ যেত না।   (ANI)

হামসফর এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরি না করলে হয়ত বালাসোরে এমন রক্তবন্যা বইত না!

গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে লুপ লাইনে বাঁদিকের মেন লাইন দিয়ে যাওয়ার কথা ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। তবে সব ওলটপালট হয়ে গেল মুহুর্তে। করমণ্ডল এক্সপ্রেস ঢুকে পড়ে লুপ লাইনে। লাইনচ্যুত হয় ট্রেনের অধিকাংশ বগি। আর এরপর হাওড়াগামী হামসফর এসে রক্ত বন্যা বইয়ে দেয় বাহনগায়।

গত দু'দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বালাসোরের একাধিক ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে। কোনওটাতে দেখা যাচ্ছে, কামলার তলায় চাপা পড়ে আছেন কেউ বা কারও হাত ঝুলছে। আবার কোনও ভিডিয়োতে দেখা যাচ্ছে যে শোকস্তব্ধ ব্যক্তিরা এক এক করে চাদর সরিয়ে মৃতদেহের মুখ দেখছেন, যদি তাদের প্রিয়জন সেখানে থেকে থাকেন।   (REUTERS)

করমণ্ডল দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা, এখনও চিহ্নিত হয়নি ১৬০টি দেহ

প্রায় ৩০০ রেল যাত্রীর মৃত্যুর শোকে বালাসোরের আবহাওয়া এখনও ভারী। আজ সরকারি ভাবে আরও বেড়েছে মৃতের সংখ্যা। এদিকে জানা গিয়েছে, এখনও ১৬০টি মৃতদেহকে চিহ্নিত করা যায়নি এবং তাদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই আবহে মৃতদেহগুলি সরিয়ে ফেলা হচ্ছে বালাসোর থেকে।

এদিকে সুরজেওয়ালা আরও প্রশন করেন, সম্প্রতি একাধিক মালগাড়ি লাইনচ্যুত হয় এবং লোকো পাইলটের মৃত্যু হয়। তাতেও কেন সরকারের ঘুম ভাঙেনি? এরপর সুরজেওয়ালা প্রশ্ন করেন, 'এটা কি সত্যি যে রেলমন্ত্রী আদতে বিপণনী প্রচার করচে এবং প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই বেশি ব্যস্ত এবং তিনি রেলওয়ের নিরাপত্তাযর দিকে মনোযোগী নন?' এখানে বন্দে ভারত উদ্বোধনের উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযোগ করা হয়, গত ২ জুন চিন্তন শিবিরে রেল সুরক্ষা সংক্রান্ত প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী।   (PTI)

'৪ মাস আগেই…', করমণ্ডল দুর্ঘটনায় কংগ্রেসের ৯ প্রশ্নের মুখে মোদী সরকার

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানাতে কোমর কষে ময়দানে নেমেছে কংগ্রেস। এই আবহে এই দুর্ঘটনা নিয়ে গুরুতর অভিযোগ তুলে মোদী সরকারকে ৯টি প্রশ্নবাণে বিদ্ধ করল কংগ্রেস। এই নিয়ে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা এক দীর্ঘ টুইট করেছেন।

আজ সকালে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, 'ভেঙে পড়া বগিগুলো সরিয়ে ফেলা হয়েছে। মালবাহী ট্রেনের ২টি বগিও সরিয়ে ফেলা হয়েছে। একদিক থেকে সংযোগ ট্র্যাকের কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে।' এদিকে দক্ষিণ পূর্ব রেল রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে রাতেই সরিয়ে ফেলা হয়েছে। (AP)

করমণ্ডল দুর্ঘটনার জেরে আজও বাতিল বহু ট্রেন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

গতকাল বেলার দিকে শেষ হয় উদ্ধারকাজ। এরপরই শুরু হয় লাইন মেরামতির কাজ। তবে মেরামতির কাজ শুরু হলেও রেল কর্তৃপক্ষ ঠিক বলতে পারছেন না যে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারবে। এরই মধ্যে কাজ অনেকটাই এগিয়েছে। আজ ঘটনাস্থল থেকেই এই সংক্রান্ত আপডেট দেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক।

ওড়িশার রেল দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া গোটা দেশে। এদিকে, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে দুজনের সাক্ষাত হয়। মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাস্থলে দুই মন্ত্রী মুখোমুখি হন মিডিয়ার। সেখানেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা থেকে শুরু করে রেলের সমন্বয় নিয়ে প্রশ্ন তোলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মিডিয়ার সামনে তিনি রেলমন্ত্রীর উপস্থিতিতে এই নিয়ে প্রশ্ন তোলেন। সন্ধ্যেয়ে যার জবাব আসে রেলমন্ত্রীর তরফে।

‘এটা রাজনীতির সময় নয়’, সকালে মমতার দাবি নিয়ে সন্ধ্যায় পাল্টা জবাব বৈষ্ণবের

মিডিয়ার সামনেই কেন্দ্রীয় মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন মৃতের সংখ্যা নিয়ে। তার জবাবে উত্তর আসে রেলমন্ত্রীর তরফে।

একেবারে দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের কামরাগুলি। কামরার মধ্যে আটকে পড়েছিলেন বহু মানুষ। স্থানীয়রা প্রথম উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে একে একে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছয়। কামরা থেকে বের করে আনা হয় একের পর এক নিথর দেহ। চারদিকে কান্না, হাহাকার। (PTI Photo) (PTI)

কেমন আছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক ও গার্ডরা? কোথায় আছেন তাঁরা? জবাব দিল রেল

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, একেবারে উচ্চ পর্যায়ের তদন্ত হবে। একেবারে রুট পর্যন্ত পৌঁছন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আর কত প্রাণের বিনিমেয় ঘুম ভাঙবে সরকারের?

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় ২৮৮ ছুঁয়েছে মৃতের সংখ্যা। আহত ৮০০। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পৌঁছচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ঘটনাস্থলে তল্লাশি অভিযানে নেমেছে বায়ুসেনা। বায়ুসেনার এমআই ১৭ হেলিকপ্টারের মাধ্যমে চলছে চল্লাশি। Photo by DIBYANGSHU SARKAR / AFP) (AFP)

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধারকাজে মোতায়েন বায়ুসেনার Mi17 হেলিকপ্টার

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় ২৮৮ ছুঁয়েছে মৃতের সংখ্যা। আহত ৮০০। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পৌঁছচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বাতিল হয়েছে ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ২২৮৯০ পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস। 

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বাতিল হল বহু ট্রেন, একনজরে তালিকা

বালাসোরে দুর্ঘটনার জেরে আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, শালিমার থেকে ছাড়বে না বহু ট্রেন। হাওড়াগামী বহু ট্রেনও বাতিল হয়েছে। এদিকে বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই আবহে এই সব ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। দেখে নিন সেই তালিকা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৩8 হয়েছে। এদিকে হাসপাতালে ভরতি অনেক যাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ৯০০ জনেরও বেশি আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিরে মধ্যে হাসপাতালে ভরতি রয়েছেন ৬০০ জনেরও বেশি। এছাড়া দুর্ঘটনার জেরে আটকে পড়া ১২০০ যাত্রীকে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। (REUTERS)

কীভাবে সংঘর্ষ হল ৩টি ট্রেনের? একনজরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার টাইমলাইন

শেষ পাওয়া খবর অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৩8 হয়েছে। এদিকে হাসপাতালে ভরতি অনেক যাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ৯০০ জনেরও বেশি আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে হল এই দুর্ঘটনা?

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৮ হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, আপাতত ৬৫০ জন আহত যাত্রী হাসপাতালে ভরতি রয়েছেন। গোপালপুর, খান্তাপাড়া, বালাসোর, ভদ্রক এবং সোরোর হাসপাতালে রয়েছেন অনেকেই। যেসব রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাদের কটকের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।  (Nantu Samui via REUTERS)

করমণ্ডল দুর্ঘটনার কবলে পড়া ১২০০ যাত্রীকে নিয়ে আসা হচ্ছ হাওড়ায়, মৃত বাড়ল আরও

গতকাল সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আজ সকালে বুলেটিন প্রকাশ করল রেল। তাতে জানানো হয়েছে যে মৃতের সংখ্যা আরও বেড়েছে। হাসপাতালে ভরতি রয়েছেন বহু আহত যাত্রী। এছাড়া আটকে পড়া যাত্রীদের হাওড়ায় ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানানো হয়।osj

read in app

Latest News

'কালো টাকা আছে বলছেন, আদানিদের বিরুদ্ধে তদন্ত করান,' মোদীকে চিঠি লিখলেন CPI এমপি বউ কোয়েলকে নিয়ে এলেন স্কুটি চালিয়ে, ভক্তদের ভিড় সামলে ভোট দিলেন অরিজিৎ সিং অভিজ্ঞ ও পরীক্ষিত তারকায় ঠাসা বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার, বাদ পড়লেন ভানুকা শুক্রবার ভারী বৃষ্টি, ৬০ কিমিতে কমলা সতর্কতা ৯ জেলায়, ‘হানিমুন পিরিয়ড’ শেষ জলদিই সন্তানকে মানসিক ভাবে শক্ত করে তুলতে চান? জেনে নিন এই ১০টি টিপস স্লিভলেস ব্লাউজ, ফুলের গয়নায় কৌশাম্বির গায়ে হলুদ! বউমা নিয়ে কী বলেছিল আদৃতের মা ৫৬ শতাংশ রোগের কারণ ভুলভাল খাবার! প্রোটিন সাপ্লিমেন্ট খেতে নিষেধ কাউন্সিলের IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের সুগারের সমস্যায় জেরবার? ওষুধ নয়, ডায়াবিটিসকে কাবু করুন এই আয়ুর্বেদিক টোটকায় ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে যোগ দিতে বহরমপুরে এসে হাজির হলেন ভাই ইরফান

Latest IPL News

IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ KKR ম্যাচে জার্সির রং বদলাচ্ছে শুভমন গিলের গুজরাট, ভাগ্য ফেরাতে নয়, মহৎ কারণে ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার IPL 2024-ক্রিকেট ছেড়ে অন্য ভূমিকায় কামিন্স! হঠাৎ নাচলেন বলিউডের গানে-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.