বাংলা নিউজ > দেখতেই হবে > করোনায় ব্যবহৃত ওষুধের ভারতে কমতি নেই, আশ্বস্ত করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনায় ব্যবহৃত ওষুধের ভারতে কমতি নেই, আশ্বস্ত করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

আমেরিকাকে hydroxychloroquine দেওয়া নিয়ে বিতর্কে... more

আমেরিকাকে hydroxychloroquine দেওয়া নিয়ে বিতর্কের মাঝেই পর্যাপ্ত স্টক আছে বলে আশ্বস্ত করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানান যে এই ওষুধের কোনও কমতি নেই। পুরো পরিস্থিতির ওপর কর্তাব্যক্তিরা নজরদারি করছে, জানান লব। শুধু এখন নয়, ভবিষ্যতেও hydroxychloroquine ওষুধ কম পড়বে না, প্রতিশ্রুতি দেন তিনি। মূলত ম্যালেরিয়ার ওষুধ হলেও করোনা রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মী ও বাকিদের এই ওষুধ দেওয়া হচ্ছে। তবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হবে না hydroxychloroquine. যুগ্ম সচিবও অকারণে এই ওষুধ না খেতে পরামর্শ দেন, কারণ এর অনেক সাইড এফেক্ট আছে। প্রাথমিক ভাবে রফতানি বন্ধ করলেও পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে ভারত। এর মধ্যে যদিও ডোনাল্ড ট্রাম্প ভারতকে ওষুধ না দিলে প্রত্যাঘাত করার হুমকি দেন, যা নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।