Covid-19: গরম বাড়লেই কি কমবে করোনাভাইরাসের প্রভাব?
Updated: 10 Apr 2020, 09:04 AM ISTগরম পড়লে কিছুটা হলেও কমবে করোনার প্রভাব, অনেক বিশেষজ্ঞ এটা বলেছিলেন। কিন্তু এবার মার্কিন বৈজ্ঞানিকদের একটি উচ্চ-পর্যায়ের কমিটি সেই রকম কোনও সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এই প্যানেলই আগে বলেছিল যে কথা বলা, নিশ্বাস নেওয়ার মাধ্যমেও করোনা ছড়াতে পারে।
আগে মাস্ক পরা নিয়ে কড়াকড়ি না করলেও, এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে মাস্ক পরার জন্য। দিল্লি, মুম্বই সহ অনেক জায়গায় এটিকে বাধ্যতামূলক করা হয়েছে।
গবেষণায় উঠে আসছে চড়া তাপমাত্রায় নির্মূল হবে করোনা, এমন কথা নিশ্চিত কর বলা যাবে না। এসি থাকা হসপিটাল, মল, অফিস হয়ে যেতে পারে সংক্রমণের কেন্দ্রস্থল। তাই সামাজিক দূরত্বই একমাত্র উপায়।