টলিগঞ্জের প্রথম সারির নায়িকা পাওলি দাম। বলিউডেও পরিচিত মুখ পাওলি। নিজের সাহসী ব্যক্তিত্বের জন্য সবসময়ই প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। করোনা সংকটেও ‘কালী টু’ এর মতো ওয়েব সিরিজ এবং বুলবুলের মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পাওলি। নেটফ্লিক্স অরিজিনাল ছবি,বুলবুলের বিনোদিনীর চরিত্রের জন্য দেশজুড়ে প্রশংসা কুড়োচ্ছেন পাওলি। এই সাফল্য এবং নিজের কেরিয়ারের চড়াই-উতরাই নিয়ে আমাদের প্রতিনিধি স্তুতি ঘোষের সঙ্গে আড্ডা দিলেন পাওলি।