লক্ষ্মীবারে পুত্র সন্তানের জননী হলেন নুসরত জাহান, এদিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন নায়িকা। নুসরতের সন্তানের ওজন হয়েছে ২.৯ কিলোগ্রাম, এদিন সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেন তৃণমূল সাংসদ। নায়িকার ‘স্বামী’ নিখিল জৈন আগেই সন্তানের পিতৃ পরিচয় অস্বীকার করে জানিয়েছিলেন গত বছর নভেম্বরেই আলাদা হয়েছে তাঁদের রাস্তা। তবে এদিন বিবৃতি দিয়ে নিখিল জানান, ‘আমার সঙ্গে অনেক পার্থক্য থাকতে পারে নুসরতের। কিন্তু সদ্যজাতর আগমনের সংবাদে অভিনন্দন জানানোর থেকে বিরত থাকতে পারলাম না। নুসরতকে অভিনন্দন জানাই। বাচ্চাটির সুস্বাস্থ্য কামনা করি। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক’।