Updated: 09 Jun 2022, 08:02 PM IST
লেখক Sritama Mitra
মিরিকে উদ্ধার বিশাল আকারের কিং কোবরা। ঘটনায় স্বভাব... more
মিরিকে উদ্ধার বিশাল আকারের কিং কোবরা। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিরিকের সৌরেনি বস্তী সাধু গাঁওতে এই কিং কোবরা দেখতে পান গ্রামবাসীরা। অন্ধকারে এক কোণে থাকতে দেখা যায় তাকে। এলাকায় সাপটিতে দেখতে পেয়েই তড়িঘড়ি পুলিশে খবর দেন গ্রামবাসীরা। এরপর পুলিশ ও বনদফতরের কর্মীদের তৎপরতায় উদ্ধার হয় কিং কোবরাটি। পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে আসা হয় বলে জানা যায়।