এর আগে গো করোনা গো মন্ত্র দিয়ে লোকের মন জয় করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। এবার চিনের সঙ্গে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ নিয়েও নিজের মতামত দিলেন আঠাওয়ালে।
তিনি জানান যে সবাইকে আবেদন করব চিনা খাবার বয়কট করতে। যে সব রেস্তোরাঁ চিনের খাবার পরিবেশন করে, সেগুলি বন্ধ করে দিতেও আবেদন করেছেন তিনি রাজ্য সরকারদের কাছ থেকে।
বহুলোক চিনা দ্রব্য বয়কট করার ডাক দিয়েছেন। কিন্তু চিনা খাবার বয়কট করার ডাক বোধহয় এই প্রথম।