বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ দল', আমেরিকায় মন্তব্য রাহুলের, ক্ষোভ উগরে দিল বিজেপি শিবির
Updated: 02 Jun 2023, 04:55 PM IST
লেখক Sritama Mitra
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-কে 'ধর্মনিরপেক্ষ' বলে সদ্য মন্তব্য করেছেন রাহুল গান্ধী। কেরলে কংগ্রেসের এই সহযোগী দলকে নিয়ে প্রশ্ন ওঠে মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে। কেরলের ওয়েনাদের প্রাক্তন সাংসদ রাহুলের এই মন্তব্য ঘিরে ক্ষোভে ফেটে পড়ছে বিজেপি। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সদ্য অংশ নেন রাহুল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় মুসলিম লিগ সম্পর্কে। রাহুল বলেন, 'মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল।' তিনি বলেন,'মুসলিম লিগের কার্যকলাপ ধর্মনিরপেক্ষ'। এদিকে, আমেরিকার ওই অনুষ্ঠানে রাহুল বিরোধী ঐক্য নিয়েও মুখ খোলেন। তিনি বলেন..'বিরোধী ঐক্যই হারাবে বিজেপিকে।'এদিকে, বিষয়টি নিয়ে বিজেপির তরফে মুখ খোলেন কেরলের নেতা কেজে আলফোনস। তিনি বলছেন, ‘ইন্ডিয়ান মুসলিম লিগ অবশ্যই এটা বোঝায় যে এটি মুসলিমদের পার্টি।’