বাংলা নিউজ > দেখতেই হবে > Rakhi Purnima Video: স্কুল পড়ুয়া এই খুদেরা পরিয়ে দিল মোদীর হাতে রাখি, এল প্রধানমন্ত্রীর তরফে স্নেহের পরশ

Rakhi Purnima Video: স্কুল পড়ুয়া এই খুদেরা পরিয়ে দিল মোদীর হাতে রাখি, এল প্রধানমন্ত্রীর তরফে স্নেহের পরশ

রাখি উৎসব ঘিরে গোটা দেশে উদযাপনের পালা শুরু। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শামিল হলেন এই উৎসবে। দিল্লিতে ৩০ অগস্ট এই ছবি উঠে এসেছে। সেখানে প্রধানমন্ত্রীকে রাখি পরিয়ে দিতে দেখা গেল কিছু স্কুল পড়ুয়াকে। রাখি পরানোর পাশাপাশি, প্রধানমন্ত্রীর তরফে এল স্নেহের পরশও। ছোটদের সঙ্গে বহু আলাপ আলোচনাতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে! সব মিলিয়ে রাখির দিন একেবারে অন্যরকমের আমেজে ধরা দিলেন প্রধানমন্ত্রী।