Updated: 12 Mar 2022, 05:07 PM IST
লেখক Sritama Mitra
হস্তশিল্পের জন্য প্রসিদ্ধি রয়েছে কাশ্মীরের। তবে ভূ... more
হস্তশিল্পের জন্য প্রসিদ্ধি রয়েছে কাশ্মীরের। তবে ভূস্বর্গের শ্রীনগরের বাসিন্দা আজিজুর রহমান তাক লাগাচ্ছেন তাঁর শিল্পে। মৃত পশুর হাড়গোড় দিয়ে তিনি তৈরি করছেন অনন্য শিল্প নিদর্শন। উল্লেখ্য, হাড়গোড় দিয়ে শিল্পকীর্তি গড়ার উদ্ভাবনা শতাব্দী প্রাচীন। বলা হয় ষোড়শ শতাব্দীতে ভারতের রাজপরিবারে এমন শিল্প নিদর্শন দেখা যেত। রহমান বিভিন্ন জায়গা থেকে তাঁর শিল্পের জন্য উপাদান সংগ্রহ করেন। আর তা দিয়ে তৈরি হয়েছে তাক লাগানো কিছু কীর্তি।