Kundli Graha Dosh Remedies: রাহুর প্রভাবে জীবন হতে... more
Kundli Graha Dosh Remedies: রাহুর প্রভাবে জীবন হতে পারে জেরবার। কী করে এই দোষ থেকে মুক্তি পাবেন?
1/6কুণ্ডলীতে গ্রহদোষ থাকলে বহু সমস্যার মুখোমুখি হতে হয় মানুষকে। কোনও কাজেই সাফল্য আসে না। জীবন হতাশায় ডুবে যায়। এই পরিস্থিতিতে গ্রহ দোষ কাটানোর কিছু উপায়ও রয়েছে। বিশেষ করে রাহুর প্রভাব কাটানোর জন্য কয়েকটি কাজ করতেই পারেন। তাতে কমবে কমবে সমস্যা।
2/6রাহুর প্রভাব থেকে মুক্তি পাবেন কীভাবে? জ্যোতিষশাস্ত্রেই বলা আছে কয়েকটি সহজ বিধান। জেনে নিন, সেগুলি কী কী। নিয়ম মেনে কোন কোন কাজ করলে কাটবে গ্রহদোষ?
3/6পাখিদের খাওয়ান: রাহুর প্রভাব কাটাতে প্রথমে পাখিদের খাওয়ান। পায়রাকে শস্যদানা খাওয়াতে পারেন। কাকেদের খাওয়াতে পারলে আরও ভালো। তাদের ভাত দিন। এতে রাহুর প্রভাব কমবে।
4/6রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে রোজ কুকুরদের রুটি খাওয়াতে পারেন। তাতেও কমবে এই প্রভাব। জীবনে আনন্দ ফিরে আসতে পারে তাতে।
5/6রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে বজরংবলীর মন্দিরে পুজো দিন। তাঁকে তিল এবং বার্লি দিন। তিনি খুশি হলে কমবে রাহুর প্রভাব।
6/6সব শেষে রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে তাঁর মন্ত্র ‘ওম ভ্রান ভরাঁ ভরাঁ রাহওয়ে নমঃ’ জপ করুন। এতেও শান্ত হবেন রাহু। কাটবে আপনার গ্রহদোষ। জীবন আনন্দময় হয়ে উঠবে।