বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Visva Bharati: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ৫ বছরে ১৫০ মামলা, খতিয়ে দেখতে বলল রাষ্ট্রপতি ভবন

Visva Bharati: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ৫ বছরে ১৫০ মামলা, খতিয়ে দেখতে বলল রাষ্ট্রপতি ভবন

বিদ্যুৎ চক্রবর্তী। ফাইল ছবি

পাঁচ বছর আগে দেশে অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্যের দায়িত্ব নেন বিদ্যুৎ চক্রবর্তী। তার পর থেকে তার বিরুদ্ধে অধ্যাপক থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মী, পড়ুয়া থেকে আশ্রমিক সবার অভিযোগ পৌঁছেছে রাষ্ট্রপতির কাছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রাষ্ট্রপতির কাছে। কেন এত অভিযোগ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে তা খতিয়ে দেখতে বলল রাষ্ট্রপতিভবন।

পাঁচ বছর আগে দেশে অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্যের দায়িত্ব নেন বিদ্যুৎ চক্রবর্তী। তার পর থেকে তার বিরুদ্ধে অধ্যাপক থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মী, পড়ুয়া থেকে আশ্রমিক সবার অভিযোগ পৌঁছেছে রাষ্ট্রপতির কাছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি যিনি আবার বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক। তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে নির্দেশ দিয়েছেন এই অভিযোগ খতিয়ে দেখার জন্য।

সূত্রে খবর, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এই পাঁচবছরে কমপক্ষে ১৫০ মামলা দায়ের হয়েছে। সিউড়ি জেলা আদালত, বোলপুর মহাকুমা আদালত ও হাইকোর্টে তাঁর বিরুদ্ধে এই মামলাগুলি হয়েছে।

(পড়তে পারেন। কসবায় ছাত্রের রহস্য মৃত্যুতে সিসি ক্যামেরা ফুটেজে কী আছে? কীসের এত চাপ?)

(পড়তে পারেন। যাদবপুরের মৃত ছাত্রের মায়ের জন্য চাকরি, ভাইয়ের পাশে সরকার, বসবে মূর্তিও)

ঐতিহ্যবাহী পৌষমেলাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রথম বিরোধ শুরু হয় বোলপুরের ব্যবসায়ী সমিতির। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীরা বোলপুর থানা অভিযোগও দায়ের করেন। তার পর পৌষমেলা বন্ধ করা, অধ্যাপককে জাতিবিদ্বেষমূলক মন্তব্য, গবেষক ছাত্রীকে নিরাপত্তারক্ষীকে দিয়ে হেনস্থা মত নানা অভিযোগ রয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিশ দেওয়াকে কেন্দ্র করেও বিতর্ক হয়েছে তাঁর বিরুদ্ধে।

রাষ্ট্রপতির কাছেও লাগাতার অভিযোগ জমা পড়েছে উপাচার্যের বিরুদ্ধে। এবার রাষ্ট্রপতি তা খতিয়ে দেখতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে নির্দেশ দিয়েছেন। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

(পড়তে পারেন। একাধিকবার বলেও কাজ হয়নি, বাইক ট্যাক্সিকে বাণিজ্যিক করতে কড়া পদক্ষেপ করবে রাজ্য)

বন্ধ করুন