বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেপাত্তা অনুগামীরা, অনুব্রতর বাড়িতে CBI ঢুকতেই বাইরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

বেপাত্তা অনুগামীরা, অনুব্রতর বাড়িতে CBI ঢুকতেই বাইরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

বৃহস্পতিবার সকালে অনুব্রতকে বাড়ি থেকে বার করছে সিবিআই। 

স্থানীয়রা জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের বাড়ির আসেপাশে সব সময় দেখা যায় তাঁর বিশ্বস্ত কয়েকজন অনুচরকে। কখনও অনুব্রত মণ্ডলের বাড়ির অফিসে বসেন তাঁরা। কখনও আসেপাশের দোকানে আড্ডা দিতে দেখা যায় তাঁদের, আশ্চর্যজনকভাবে বৃহস্পতিবার সকাল থেকে অনুব্রতর বাড়ির ত্রিসীমানায় দেখা যায়নি তাদের কাউকে।

গত কয়েকদিন ধরেই বদলাচ্ছিল ছবিটা। সিবিআইয়ের একের পর এক হাজিরা এড়ানোর সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন তৃণমূল নেতারাও। দুয়ারে যখন পৌঁছল সিবিআইয়ের গোয়েন্দারা তখন আসেপাশে দেখা গেল না বিশ্বস্ত অনুচরদেরও। বোলপুরের নীচপট্টিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির সময় বাড়ির বাইরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান।

বৃহস্পতিবার রাখি পূর্ণিমার সকালে অনুব্রতর বাড়িতে সিবিআই আধিকারিকদের পৌঁছনোর খবরে ভিড় করতে শুরু করেন স্থানীয়রা। অনেকে বাজার ফেরত দাঁড়িয়ে পড়েন অনুব্রতর বাড়ির সামনে। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে উৎকণ্ঠা? অবশেষে বাইরে আসে অনুব্রতকে গ্রেফতার করার খবর। আর সঙ্গে সঙ্গে এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ স্লোগানে।

গ্রেফতার হননি অনুব্রত মণ্ডল, তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়েছে CBI, দাবি আইনজীবীর

স্থানীয়রা জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের বাড়ির আসেপাশে সব সময় দেখা যায় তাঁর বিশ্বস্ত কয়েকজন অনুচরকে। কখনও অনুব্রত মণ্ডলের বাড়ির অফিসে বসেন তাঁরা। কখনও আসেপাশের দোকানে আড্ডা দিতে দেখা যায় তাঁদের, আশ্চর্যজনকভাবে বৃহস্পতিবার সকাল থেকে অনুব্রতর বাড়ির ত্রিসীমানায় দেখা যায়নি তাদের কাউকে। বিপদের দিনে কোথায় গেলেন অনুব্রতর অনুচররা?

ওদিকে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গত কয়েকদিনে অনুব্রতর বাড়িতে দেখা যায়নি জেলা তৃণমূলের কোনও নেতাকে। যে বাড়িতে সারা দিন তৃণমূল জেলার নেতাদের সারাক্ষণ যাতায়াত লেগে থাকত, তা গত কয়েকদিন কার্যত ছিল শুনশান।

কার নির্দেশে ভোটের পর হিন্দুদের খুন করেছেন বলে দিন, অনুব্রতকে পরামর্শ শুভেন্দুর

বুধবার সিবিআইয়ের দশম হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার সকালে অনুব্রতর বাড়িতে পৌঁছয় সিবিআই। দেড় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা বাড়ি তল্লাশি করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এর পর তাঁকে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দিয়েছে কনভয়। সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ইতিমধ্যে চার্জশিটে তাঁর নামের উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিবিআইয়ে তদন্তে অসহযোগিতা করছেন তিনি। এমনকী বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছলে তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করেন অনুব্রত।

 

বন্ধ করুন