বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Arjun Singh: সাগরদিঘিতে দলের হারের নতুন ব্যাখ্যা অর্জুনের, প্রশ্ন বাবুলের মন্ত্রিত্ব পাওয়াতেও

Arjun Singh: সাগরদিঘিতে দলের হারের নতুন ব্যাখ্যা অর্জুনের, প্রশ্ন বাবুলের মন্ত্রিত্ব পাওয়াতেও

আমডাঙায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্জুন (ইউটিউব)

হারের কারণ নিয়ে নতুন মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমডাঙায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি দলের সাংগঠনিক ক্রটি নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন।

সাগরদিঘিতে হারের কারণ খুঁজতে ব্যস্ত দল। তারই মাঝে হারের কারণ নিয়ে নতুন মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমডাঙায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি দলের সাংগঠনিক ক্রটি নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন।

রবিবার আমডাঙায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'সাগরদিঘিতে হার হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকারের কারণে। শাসকদল হওয়া সত্ত্বেও ১৭টি বুথে এজেন্ট ছিল না। কারণ আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতে যাব। আমরা শাসকদল, পুলিশ আমাদের কথা শুনবে। এই অতিরিক্ত অহঙ্কার আমাদের হারিয়ে দিল।' প্রসঙ্গক্রমে তিনি বলেন, 'এমন আত্মবিশ্বাস ২০০৮ সালে বামেদেরও ছিল।'

তৃণমূল নেতার দাবি, 'এখনই সাংগঠিন ক্রটি ঠিক না করতে পারলে ২০২৪ সালে দলকে তার ফল ভোগ করতে হবে।'

জনসভায় তিনি দলের কর্মপদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। অর্জুন সিং বলেন, 'বিরোধীদের থেকে প্রচারেও আমরা পিছিয়ে। অন্য দল যখন শাসকদলকে আক্রামণে ব্যস্ত, তখন আমরা নিজেরাই নিজেদের দলের নেতাদের কোণঠাসা করতে ব্যস্ত।' ঘটনাচক্রে তিনি যখন এই সব কথা বলছেন সেই সময় মঞ্চে বসে রয়েছেন বরানগরের বিধায়ক তথা ব্যারাকপুর জেলা তৃণমূলের সভাপতি তাপস রায়। যাকে সদ্য উত্তরবঙ্গের একটি জেলা দায়িত্ব দেওয়া হয়েছে।

(পড়তে পারেন। পুরসভায় অসুস্থ BJP-র মীনাদেবী পুরোহিত, সুস্থ করতে আইসক্রিম এগিয়ে দিলেন TMC মেয়র)

বাবুল সুপ্রিয়ের মন্ত্রীত্ব প্রসঙ্গ

বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি থেকে এসে বাবুল সুপ্রিয়র মন্ত্রীত্ব পাওয়া প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন,'বিজেপি প্রচার করছে বাবুল সুপ্রিয় বিজেপিতে মন্ত্রী ছিলেন, তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছে। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন। এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। অথচ আমরা সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারছি না।'

প্রসঙ্গত, ২০২২ সালে বিজেপি থেকে তৃণমূলে ফেরেন অজুর্ন সিং। তার আগেই তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন বাবুল। উপনির্বাচনে জিতে রাজ্যের পর্যটন মন্ত্রী হয়। তবে কী মন্ত্রীত্ব না পেয়ে বাবুল প্রসঙ্গে উষ্মা অর্জুন সিং-এর প্রশ্ন রাজনৈতিক মহলে।

বন্ধ করুন