জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ির ভিতর থেকে বিজেপি কর্মী তথা ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। শনিবারের ওই হত্যার ঘটনায় তদন্তে নেমে নয়া মোড় উঠে এল। ওই ব্যবসায়ী–বিজেপি নেতার সঙ্গে ছিল নগদ ৫ লক্ষ টাকা। আর সেটা নিয়ে বেরিয়েছিলেন নিহত রাজেন্দ্র সাউ। যদিও গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলেও ওই নগদ টাকার হদিস মেলেনি। তাই এই খুনের নেপথ্যে টাকা হাতানো বলেও মনে করা হচ্ছে। এখনও এই খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। খুনির খোঁজে তল্লাশি শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। আর খুনিকে গ্রেফতারের দাবিতে আজ, রবিবার রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মীরা।
কে এই রাজেন্দ্র সাউ? বিজেপি কর্মী ছিলেন রাজেন্দ্র সাউ। আবার এই রাজেন্দ্র সাউ আসানসোল পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কনভেনার পদে ছিলেন। এমনকী তিনি একজন রেশন ডিলারও ছিলেন। তার সঙ্গে জমি ব্যবসায়ীও ছিলেন। এই জমি নিয়ে তাঁর সঙ্গে অনেকের বিবাদ ছিল। যার ফলে কিছু শত্রু তৈরি হয়েছিল রাজেন্দ্র সাউয়ের বলে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে। রবিবার বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবিলম্বে খুনিকে খুঁজে বের করতে হবে বলে দাবি তোলেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ব্যবসায়িক সংক্রান্ত বা ব্যক্তিগত শত্রুতা থেকে খুন হতে পারেন রাজেন্দ্র।
আর কী জানা যাচ্ছে? এদিকে নিহত ব্যবসায়ী–বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের বাবার কথায়, ‘ছেলের সঙ্গে নগদ ৫ লক্ষ টাকা ছিল। যা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। কোথায় যাচ্ছিল বলে যায়নি। দেহ উদ্ধারের সময় টাকার খোঁজ পাওয়া যায়নি।’ তবে জাতীয় সড়ক ২০ মিনিট ধরে অবরোধ করে রাখায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। তবে মৃত রাজেন্দ্র সাউ কেন ৫ লাখ টাকা নিয়ে বেরিয়ে ছিলেন? সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই টাকা কাকে দিতে যাচ্ছিলেন? তারও খোঁজ চলছে।
বিজেপি ঠিক কী বলছে? অন্যদিকে আজ, রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বাংলায় এখন শুটআউট স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। বোমা–বন্দুকের শব্দ শোনা যাচ্ছে। আগে রাজু ঝাঁকে খুন করা হয়েছিল। এবার রাজেন্দ্র সাউকে খুন করা হল। বেছে বেছে বিজেপি নেতা–কর্মীকে খুন করা হচ্ছে। পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না। এমন চললে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে।’ যদিও এই ঘটনায় পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।