বাসন্তীতে মিঠুন চক্রবর্তীর পালটা সভা করতে গিয়ে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিক্ষোভকারীদের অভিযোগ, সংগঠন পরিচালনার নামে স্বজনপোষণ চালাচ্ছেন স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। নিজের ঘনিষ্ঠ ছাড়া কাউকে দলের কর্মসূচিতে ডাকেন না তিনি। সভায় সবাই আমন্ত্রিত বলে কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চন্দ্রিমাদেবী।
দিদির দূত কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের প্রায় সর্বত্র বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা - মন্ত্রীরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। এবার নিজের দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বুধবার বাসন্তীতে সভা করেছিলেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা। এদিন তার পালটা সভা করতে বাসন্তী যাচ্ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পথে কলতলার কাছে মন্ত্রীর গাড়ি আটকান দলেরই নেতাকর্মীরা। মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, দলের মধ্যে বিভাজন তৈরি করছেন স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল। নির্দিষ্ট কয়েকজন লোককে নিয়ে সংগঠন চালাচ্ছেন তিনি। দলীয় কর্মসূচিতে বাকিরা ডাক পান না।
বিক্ষোভে সামিল স্থানীয় পঞ্চায়েক প্রধান বুলা নাসরিন বলেন, ‘আমি ১০ বছর ধরে পঞ্চায়েত প্রধান। বিধায়ক কোনও কর্মসূচিতে আমাকে ডাকেন না। উনি আরএসপির লোকেদের সঙ্গে কাজ করছেন।’
পরিস্থিতি সামাল দিতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজকের সভায় সবাই আমন্ত্রিত। কিন্তু তাতেও খুব বেশি কাজ হয়নি। শেষে পুলিশি নিরাপত্তায় মন্ত্রীর কনভয় সভাস্থলের দিকে রওনা দেয়। এই ঘটনা নিয়ে শ্যামল মণ্ডলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup