ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে জাওয়াদ। ঘূর্ণিঝড়ের কারণে আজ থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গেও। গতরাত সাড়ে ১১টা আইএমডির শেষ বুলেটিন অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর এটি অবস্থান করছে জাওয়াদ৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব অংশ থেকে ২৫০ কিমি দূরে, পুরীর দক্ষিণ পশ্চিম অংশ থেকে ৪৩০ কিমি এবং দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম পারাদ্বীপ থেকে ৫১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়৷
মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে। ওডিশা উপকূল হয়ে আগামী ৫ জিসেম্বর, রবিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি পুরী উপকূলে প্রবেশ করবে। তবে ঘূর্ণিঝড়ের ল্যআন্ডফলের বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি মৌসম ভবন।
তবে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হতে পারে। তার প্রভাবে এ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির জোর সম্ভাবনা৷ রাজ্যের উপকূল এলাকাগুলি থেকে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়৷ যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার৷
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে তৎপর হয়েছে প্রশাসন৷ কন্ট্রোলরুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে বিভিন্ন জেলার বিডিও, এসডিওদের সঙ্গে এক বৈঠক শেষে একথা জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আজ থেকেই থোলা হচ্ছে কন্ট্রোল রুম। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্পলাইন নম্বর- ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪৷ সিইএসসির হেল্পলাইন নম্বর- ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০।