বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আপনার বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেলে এজেন্সি তার কাজ করবেই, অভিষেককে ধর্মেন্দ্র

আপনার বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেলে এজেন্সি তার কাজ করবেই, অভিষেককে ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ উড়িয়ে অভিষেককে পালটা কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর।

জেরা সামলে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিষেকের আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ বিচারপতি হতে বলেননি। আর আমাদের মনে হয় বাংলা দুর্নীতিগ্রস্তদের কব্জায় রয়েছে।

এদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি নন। আইন নিজের পদ্ধতি মেনে কাজ করবে। উনি কেন ভয় পাচ্ছেন? আইন নিজের রাস্তা নিজেই বার করবে। যারা দোষী প্রমাণিত হবে তাদের যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি হতে কে বলেছে? উনি ফরেন্সিক ল্যাবরেটরির ভারপ্রাপ্ত নন, জাজও নন। ওই যে একটা প্রবাদ আছে না, ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি। আপনার কেন ভয় করছে’?

তাঁর আশঙ্কা, ‘বাংলার যা অবস্থা তাতে শুধু নারদা - সারদা নয়, কয়লা, গরুপাচার, চাল চুরি, মাদক পাচারকারীদের আশ্রয় দেওয়ার ব্যাপারও রয়েছে। আমাদের মনে হয় বাংলা দুর্নীতিগ্রস্তদের কব্জায় রয়েছে। আপনার ঘরে কোটি টাকার পাহাড় পাওয়া গেলে এজেন্সি তো নিজের কাজ করবেই’।

বুধবার নিয়োগ দুর্নীতিতে ইডির দীর্ঘ জেরার মুখোমুখি হয়ে অভিষেক বলেন, তৃণমূলকে রুখতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে মোদী সরকার। তাই INDIA জোটের বৈঠকের দিন তাঁকে তলব করেছে ইডি।

 

বন্ধ করুন