টানা তিন মাস জঙ্গল বন্ধের নোটিশ জারি হয়ে গিয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সব দিক ঠিক থাকলে আবার ১৬ সেপ্টেম্বর থেকে জঙ্গলের দরজা খুলে দেওয়া হবে। মূলত বন্যপ্রাণীদের প্রজননেন জন্য এই বর্ষাকালীন সময় জঙ্গল বন্ধ রাখা হয়।এটা চিরাচরিত নিয়ম। এই সময়টাতে জঙ্গলের প্রাণীদের কোনওভাবেই বিরক্ত করাটা ঠিক নয়। বার বার বনদফতেরর তরফে এনিয়ে আবেদন করা হয়। কারণ তারাই জঙ্গলের অন্যতম সম্পদ। বাইসন, হাতি, চিতা, গণ্ডার সহ একাধিক বন্যপ্রাণীর বাস ডুয়ার্সের জঙ্গলে। তবে জঙ্গল সাফারি বা হাতি সাফারি এই তিনমাস হবে না। কিন্তু বর্ষায় ডুয়ার্স ঘুরতে যেতে চাইলে এর থেকে বড় সময় আর কিছু হয় না।
তবে প্রতিবছরই মূল জঙ্গল বন্ধ থাকলেও জঙ্গল লাগোয়া কিছু এলাকার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়। সাধারণত কালিকাপুর জঙ্গল ক্যাম্প, ধুপঝোরা ইকো ট্যুরিজম ক্যাম্প, পানঝোরা জঙ্গল ক্যাম্প, হর্নবিল জঙ্গল ক্যাম্প, টুকটুকি ওয়াচ টাওয়ারসহ একাধিক জঙ্গল লাগোয়া ক্যাম্প সাধারণত খোলা থাকতে পারে। তবে বর্ষায় ডুয়ার্সে বেড়াতে গেলে এগুলি ঠিক কোন সময় খোলা থাকছে বা আদৌ সেই সময় খোলা থাকছে কি না তা আগাম জেনে নিয়ে তারপরই ট্যুর প্ল্যান ঠিক করতে পারেন। কারণ পরিস্থিতি অনুসারে এই ছাড়ের বদল হতে পারে।
আসলে বর্ষাকাল মানেই জঙ্গলের অন্য় রূপ। আরও সবুজ হয়ে ওঠে জঙ্গল। এই সময় আরও সুন্দরী হয়ে ওঠে ডুয়ার্স। তবে একেবারে ভরা বর্ষায় লিস, ঘিস, জলঢাকা সহ একাধিক নদী জলে ভরে ওঠে। সেক্ষেত্রে খরস্রোতা নদী থেকে একটু সাবধানে থাকবেন। আর কোনও এলাকা জলে ভেসে গেল কি না সেটা জেনে ট্যুর প্ল্যান ঠিক করবেন। কিন্তু কোনওভাবেই জঙ্গলের ভেতরে প্রবেশ বা জঙ্গলের জীবজন্তুদের বিরক্ত করার চেষ্টা করবেন না। এতে বনদফতর কঠোরতম ব্যবস্থা নিতে পারে।
উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, নেওড়া ভ্য়ালি সহ নানা জঙ্গলের দরজা পর্যটকদের জন্য় বন্ধ থাকে এই তিনমাস। তবে সেপ্টেম্বর মাসে মাঝামাঝি যখন জঙ্গল খোলে তখন তার রূপ একেবারেই অন্যরকম। সাধারণত পুজোর আগেই প্রতিবার জঙ্গল খুলে যায়।
ট্যুর অপারেটরদের একাংশের মতে, ডুয়ার্সে জঙ্গলের নিয়ম ও প্রকৃতির নিয়ম মেনেই ট্যুর প্ল্যান করা দরকার। তবে বর্ষাকালে আরও সুন্দরী হয়ে ওঠে জঙ্গল। জঙ্গল লাগোয়া কোনও বাংলো বা রিসর্টে থেকে এক মনে বর্ষা দেখার যে আনন্দ তা যারা দেখেছেন , যারা উপভোগ করেছেন তারাই জানেন। জঙ্গলের এক অদ্ভূত রহস্যময়তা আছে। জঙ্গলের বাইরে থেকেও এটা অনুভব করা যায়। বর্ষায় ডুয়ার্সের বৃষ্টিভেজা নির্জনতায় রাত কাটানোর এক অন্য অনুভূতি।