বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bus Accident: বড় পথ দুর্ঘটনা বাগনানের জাতীয় সড়কে, একসঙ্গে ৪০ জন পর্যটক রক্তাক্ত

Bus Accident: বড় পথ দুর্ঘটনা বাগনানের জাতীয় সড়কে, একসঙ্গে ৪০ জন পর্যটক রক্তাক্ত

বাগনান চন্দ্রপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে উলটে গেল বাস।

এই পথ দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে দুঘটনাগ্রস্থ বাসটিকে সরানো গিয়েছে। তারপরই যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। বাসের গতি সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।

বাসটি নদিয়ার রানাঘাট থেকে দিঘা যাচ্ছিল। কিন্তু বাগনান চন্দ্রপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে উলটে গেল বাস। তার জেরে আহত হলেন ৪০ জন পর্যটক। সোমবার ভোররাতে ১৬ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। বাগনান থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে। তারপর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় পাঠানো হয়েছে৷

ঠিক কী ঘটেছে জাতীয় সড়কে?‌ স্থানীয় সূত্রে খবর, নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর থেকে ৭০ জন পর্যটককে নিয়ে একটি যাত্রীবোঝাই বাস দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। আজ, সোমবার ভোর ৩টে নাগাদ বাগনান চন্দ্রপুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং উলটে যায়। আর তার জেরে বাসে থাকা পর্যটকদের ব্যাপক আঘাত লাগে। কারণ বাসের চালক ঘুমিয়ে পড়েছিল বলেই মনে করা হচ্ছে।

তারপর সেখানে কী ঘটল?‌ বাসটি উলটে যেতেই পর্যটকরা চিৎকার শুরু করেন৷ দুর্ঘটনার খবর পুলিশকে জানানো হয়। অনেকের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বাস উলটে যাওয়ায় চালক–সহ কমপক্ষে ৪০ জন পর্যটক আহত হয়েছেন৷ চালকও উলুবেড়িয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এই পথ দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে দুঘটনাগ্রস্থ বাসটিকে সরানো গিয়েছে। তারপরই যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। বাসের গতি সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন