২০২৩ সালের উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা ছিল বৃহস্পতিবার।এবারের প্রশ্নপত্রে এমসিকিউ বিভাগের কয়েক প্রশ্ন একটু কঠিন লাগতে পারে। এমনটাই জানাচ্ছেন পদার্থবিদ্যার বিশেষজ্ঞ শিক্ষক। অন্য বিভাগগুলি থেকে কেমন প্রশ্ন ছিল এবার? পড়ুয়াদের পরীক্ষাই বা কেমন হল এবার। দুপক্ষের কথাই শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।
শিক্ষকদের রিভিউ
বরিষা হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক নিরুপম ভট্টাচার্য বলেন, ‘এই ব্যাচ কোভিডের জন্য মাধ্যমিক দিতে পারেনি। ফলে এই প্রথম অফলাইনে বড় পরীক্ষা দিচ্ছে। এবারে প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। ৭০এর মধ্যে ৬০ মতো উত্তর সহজেই লেখা যাবে। এমসিকিউ বিভাগের কয়েক প্রশ্ন একটু কঠিন লাগতে পারে। কারণ ১৪টির মধ্যে ৮-৯টি অঙ্ক সম্পর্কিত সমস্যা ছিল। তবে অন্য বিভাগের প্রশ্নগুলি বেশ সহজ হয়েছে। অন্য বিভাগে অঙ্ক দিলেও তার বিকল্প হিসেবে থিওরির প্রশ্নও ছিল। ফলে সাধারণ মানের পড়ুয়াদেরও উত্তর লিখতে কোনও সমস্যা হবে না।’
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ফিলোজফি বা দর্শনের প্রশ্ন? ব্যাখ্যা করলেন শিক্ষক
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ
হিন্দু স্কুলের পরীক্ষার্থী সৌম্যজিৎ কুন্ডু বলেন, ‘প্রশ্নপত্র সহজ হয়নি, কঠিনও হয়নি। মানে যাকে বলে স্টান্ডার্ড প্রশ্ন, তেমন হয়েছে। কয়েকটি অঙ্কের জায়গায় একটু সমস্যা হয়েছে। লিখতে গিয়েও বেশি সমস্যা হয়নি।’
বিরাটি হাই স্কুলের এক পরীক্ষার্থী দ্বীপায়ন পাল বলেন, ‘আমার প্রশ্ন বেশ সহজ লেগেছে। পরীক্ষাও খুব ভালো হয়েছে। ভালো করেই সবকটির উত্তর লিখে এসেছি। ’
আরেক পরীক্ষার্থী দেবাদিত্য কর বলেন, ‘কয়েকটি প্রমাণ একটু কঠিন ছিল। একটু ঘুরিয়ে দিয়েছিল। বাকি টেস্ট পেপার থেকে কমন পেয়েছি। বইয়ের পিছনের প্রশ্ন থেকেও কমন এসেছে। তবে প্রশ্ন একটু দীর্ঘ ছিল তাই তাড়াহুড়ো করে লিখতে হয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup