নিউটাউনে সপ্তাহ শেষে সহকর্মীর ফ্ল্যাটে পার্টিতে যোগদান করে গণধর্ষণের শিকার হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। শুক্রবার রাতে এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁর ৩ সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে।
তরুণীর অভিযোগ, শুক্রবার রাতে সপ্তাহান্তের পার্টিতে যোগ দিতে সাপুরজিতে এক সহকর্মীর ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। সেখানে প্রত্যেকে প্রচুর মদ্যপান করেন। এর পর মত্ত অবস্থায় ৩ সহকর্মী একে একে তাঁকে ধর্ষণ করেন। রাতেই আবাসন থেকে বেরিয়ে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে এন্টালি ও নিউ টাউন এলাকা থেকে তরুণীর ৩ সহকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম ও রাহুল সরকার।
ধৃতদের শনিবার বিধাননগর আদালতে পেশ করে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে এই ঘটনা পূর্বপরিকল্পিত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শুক্রবার হাইকোর্টে কামদুনি মামলার রায় নিয়ে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই রায়ে দুষ্কৃতীদের মনোবল বাড়বে বলে দাবি করছেন অনেকেই। আর তার কয়েক ঘণ্টার মধ্যে কামদুনি থেকে কয়েক কিলোমিটারের মধ্যে লালসার শিকার হলেন এক তরুণী।