বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জুতো চুরির মামলায় Ex উপ পুরপ্রধানকে কোর্টে তুললেন কালনার কবি, শেষ দেখে ছাড়বেন

জুতো চুরির মামলায় Ex উপ পুরপ্রধানকে কোর্টে তুললেন কালনার কবি, শেষ দেখে ছাড়বেন

জুতো চুরির মামলাকে ঘিরে টানাপোড়েন। প্রতীকী ছবি

কবির দাবি, মামলা চালানোর খরচ জোগাড় করতে বাড়ি বিক্রি করে দেব। তবু জুতো আদায় করে ছাড়ব।

কবির জুতো করল চুরি, হাজার ছুতো দিচ্ছে চোর, পথে ঘাটে চর্চা জোর। চুরি গিয়েছিল কালনার এক কবির জুতো। আর সেই জুতো চুরির অভিযোগ উঠেছিল খোদ তৎকালীন উপ পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্যের বিরুদ্ধে। আর একটু খোলসা করে বিষয়টি বলা যাক। ২০১৫ সালের ঘটনা। কালনার বাসিন্দা মনোরঞ্জন সাহা কবিতা লেখেন। স্থানীয় এলাকায় কবিতা পাঠের আসরে গিয়েছিলেন তিনি। এদিকে সেই আসরে তৎকালীন সিপিএম পরিচালিত পুরসভার উপ পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্যও ছিলেন। এতটা পর্যন্ত ব্যাপারটা ঠিকঠাকই ছিল। এদিকে কবি কবিতা পাঠ করে বেরিয়ে দেখেন তাঁর জুতো জোড়া কোথাও নেই। এরপর চারদিকে খোঁজ খোঁজ। গেল কোথায় সাধের জুতো জোড়া। জুতোর শোকে তখন বিপর্যস্ত কবি। ৩২৫ টাকা দিয়ে তিনি জুতো কিনেছিলেন। এদিকে সেই জুতোর দিকেই নজর পড়ল কার? খালি পায়ে বাড়ি ফেরার জ্বালা ভুলতে পারছেন না তিনি।

এদিকে তাঁর দাবি কিছুদিন পরে তিনি দেখেন তাঁর চুরি যাওয়া জুতো পরে ঘুরছেন খোদ উপ পুরপ্রধান। অত সহজে ছাড়ার পাত্র নন তিনি। রীতিমতো চেপে ধরেন তিনি। জুতো ফেরৎ দিন। এদিকে উপ পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্য কার্যত আকাশ থেকে পড়েন। তিনি বিষয়টি মানতে নারাজ। তবে দমবার পাত্র নন মনোরঞ্জনও। হাতে অস্ত্র তো রয়েছেই। ছন্দে ছন্দে তিনি জুতো চুরির সেই ঘটনাকে ছড়িয়ে দিলেন কালনায়।

তবে এই কবিতা পড়ে ধৈর্য্যের বাঁধ ভাঙে উপ পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্যের। তিনি সোজা থানায় চলে যান। নালিশ জানান মনোরঞ্জনের বিরুদ্ধে। এদিকে পালটা জুতো চুরির নালিশ করেন কবিও। এরপর সাত বছর কেটে গিয়েছে। সেই জুতো চুরির মামলা এখন আদালতে। আইনজীবীরাও বলছেন এমন মামলার কথা তাঁরা আগে শোনেনি।

এদিকে সিদ্ধেশ্বর আচার্য এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে। তাঁর দাবি সেদিন কবিতার আসর থেকে বের হওয়ার সময় তিনি দেখেছিলেন তাঁর জুতো উধাও হয়ে গিয়েছে। এরপর তিনি একটি ছেঁড়া জুতো পরে আসেন। পরে সেই জুতো তিনি তুলেও রেখে দিয়েছিলেন। তাঁর দাবি, তিনি জুতো চুরি করার লোক নন। পরিবারের একটা সম্মান আছে।

অন্যদিকে কবির দাবি, মামলা চালানোর খরচ জোগাড় করতে বাড়ি বিক্রি করে দেব। তবু জুতো আদায় করে ছাড়ব।

অনেকেই বলছেন, জুতো আবিষ্কারের গল্প জানা আছে। জুতো আবিষ্কার করতে না পারলে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন রাজামশাই। তবে জুতো চুরি অভিযোগ ঘিরে এবার কী হয় সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী।

 

বাংলার মুখ খবর

Latest News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.