HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ইশারাই তাঁর কাছে 'অস্ত্র', নির্যাতিতা তরুণীর মুখের ভাষা হয়ে উঠলেন রজনী

ইশারাই তাঁর কাছে 'অস্ত্র', নির্যাতিতা তরুণীর মুখের ভাষা হয়ে উঠলেন রজনী

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে কলকাতায় এক বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গাড়ির মধ্যেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আর সেই দ্রুত গ্রেফতারির ক্ষেত্রে স্পেশাল এডুকেটর এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর রজনী বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা স্মরণ করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো ঘটনা নিয়ে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র সঙ্গে কথা বললেন রজনী। জানালেন পুরো ঘটনা।

রজনী বন্দ্যোপাধ্যায়।

রজনী বন্দ্যোপাধ্যায়

রাত ১১ টার পর পুলিশের ফোন এসেছিল। কিন্তু বিরাটি থেকে প্রগতি ময়দান থানা অনেকটাই দূরে। তাই সেদিন রাতে যেতে পারিনি। পুলিশের তরফে সকালে যতটা আগে সম্ভব, পৌঁছে যেতে বলা হয়েছিল। সেইমতো পরদিন সকাল ছ'টার মধ্যে প্রগতি ময়দান থানায় পৌঁছে গিয়েছিলাম। ইশারার মাধ্যমে নির্যাতিতা তরুণী কী বোঝাতে চাইছিলেন, কী বলতে চাইছিলেন, সেদিন কী কী হয়েছিল, তা পুলিশকে জানাই। ন'টার মধ্যে অভিযোগ দায়ের করা হয়ে যায়। তারপর আমি অফিসে চলে গিয়েছিলাম।

তারইমধ্যে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরাও প্রগতি থানায় চলে আসেন। পুলিশ ডাকায় আমিও এসে যাই প্রগতি ময়দান থানায়। তরুণীর সঙ্গে আবারও কথা বলেছিলাম। প্রথমবার ক্যামেরা ছিল না। দ্বিতীয়বার ক্যামেরা রাখা হয়েছিল। সেই অভিশপ্ত রাতে কী কী হয়েছিল, তা পুরো ক্যামেরার সামনে তরুণীর থেকে জানতে চেয়েছিলাম। কোন রাস্তা দিয়ে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় ফেলে দেওয়া হয়েছিল, তার খুঁটিনাটি জানতে শুরু করেছিলাম। একাধিক প্রশ্ন করতে থাকি। পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছিলাম। উত্তরে তরুণী যা বলছিলেন, সেটা আমি বলে দিচ্ছিলাম। সেই বয়ান লিপিবদ্ধ করা হতে থাকে।

এরকম ক্ষেত্রে নির্যাতিতার সঙ্গে কথা বলা কিছুটা চ্যালেঞ্জিং। তাঁরা তো মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। ফলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। এবারের নির্যাতিত তরুণী ট্রমার মধ্যে ছিলেন। তাই তাঁর সঙ্গে একটানা কথা বলছিলাম না। মাঝেমধ্যে বিরতি দেওয়া হচ্ছিল। তরুণী যাতে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারেন, সেজন্য এক মনোবিদও ছিলেন। তাতে কিছুটা স্বচ্ছন্দ বোধ করছিলেন। ভাবছিলেন যে তাঁকে মনের কথা বোঝার জন্য দু'জন উপস্থিত আছেন। তাই কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে থাকেন।

তবে শুধু মনোবিদ নন, নিয়ম মোতাবেক আরও একজন সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ ছিলেন। তিনিও তরুণীর থেকে বিশদে তথ্য জানতে চান। পুরো বিষয়টির 'ক্রস ভেরিফিকেশন' করা হয়। অর্থাৎ তরুণী যা বলতে চেয়েছেন, সেটা বুঝতে আমার কোনও ভুল হয়েছে কিনা, সেটা যাচাই করা হয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই তথ্যের ভিত্তিতে পুরো মামলা এগিয়ে নিয়ে যাবে পুলিশ। যাতে কোনও ফাঁকফোকর না থাকে, তাই নিয়ম মেনেই সেই 'ক্রস ভেরিফিকেশন' প্রক্রিয়া চলে। সেই তথ্যের ভিত্তিতে মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ সংক্রান্ত খতিয়ে দেখা হয়। পুরো বিষয়টা মিটতে বেশ কিছুটা সময় লাগে। যতটা পুলিশকে সাহায্য করা যায়, ততটা করছিলাম। শেষপর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আমার বাড়ি ফিরতে রাত দুটো বেজে যায়। পুলিশের গাড়িতে করেই পৌঁছে দেওয়া হয়েছিল।

পরদিন তরুণীর মেডিকেল পরীক্ষার সময় ছিলাম। আইন অনুযায়ী, মেডিকেল পরীক্ষার সময় সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ এবং ইন্টারপ্রেটারকে থাকতে হয়। প্রথম থেকেই আমি ছিলাম। আদালতেও ওঁর সঙ্গে ছিলাম। তারইমধ্যে গত শনিবার একটি হাসপাতালে তরুণীর মেডিকেল পরীক্ষার কথা ছিল। কিন্তু চিকিৎসক যে দুপুর দুটোয় বেরিয়ে যাবেন, তা জানা ছিল না। বেলা একটা নাগাদ পুলিশ গাড়িতে করেই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। যানজটের জেরে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তার ফলে ২ টো ১০ মিনিট নাগাদ হাসপাতালে এসেছিলাম। তখন চিকিৎসক বেরিয়ে গিয়েছিলেন। তাই আবার সোমবার মেডিকেল হয় তরুণীর। আপাতত তরুণী যা বলতে চাইছেন, যা বোঝাতে চাইছেন, তা পুলিশ এবং আদালতের সামনে তুলে ধরছি।

এক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা করতেই হয়। ২০১১ সাল থেকে আমি কাজ করছি। ধর্ষণ-সহ ১০৩ টি মামলায় কাজ করেছি। কিন্তু এবারের মতো দ্রুততা কোনও মামলায় দেখিনি। পুলিশ কোনওরকম দেরি করেনি বা টালবাহানা করেনি। প্রগতি ময়দান থানায় আমি পৌঁছানোর আগেই আকার-ইঙ্গিতের মাধ্যমে তরুণীর সঙ্গে কথা বলেছিলেন পুলিশ আধিকারিকরা। কিছু যে একটা ঘটেছে, তা তাঁরা আগেই বুঝতে পারছিলেন। পরবর্তীতে তরুণীর বাবাকে থানায় ডেকে আনা; ঘটনার সময় তরুণী যে জামা পরেছিলেন, তা নিয়ে আসা - যাবতীয় কাজই নিয়মমাফিক করেছে পুলিশ। বিশেষভাবে সক্ষম মানুষের অধিকার আইন মেনে ধাপে ধাপে এগিয়ে গিয়েছেন আধিকারিকরা।

(সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিত)

বাংলার মুখ খবর

Latest News

রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর এ যেন বার্বি ডল! থাই চেরা গোলাপি-কালো গাউনে কানের গালা ডিনারে ‘সুন্দরী’ কিয়ারা জাদুঘর দিবসে ঘুরে আসুন ভারতের এই বিখ্যাত জাদুঘরগুলিতে হাঁটাহাঁটি ছেড়ে প্রত্যেক দিন করুন জগিং, পাবেন আরও বেশি উপকার প্রয়াত ন্যাচারালসের প্রতিষ্ঠাতা, 'পিতৃহারা' হয়ে গেল ৪০০ কোটির আইসক্রিম ব্র্যান্ড IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর প্রেমের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল জোড়া হামলায় কাঁপল কাশ্মীর, খুন মোদী বন্দনা করা প্রাক্তন সরপঞ্চ, জখম ২ পর্যটক

Latest IPL News

ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ