এমনিতে পাঁচদিন ছুটি থাকার কথা ছিল। তবে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ‘উপহার’ হিসেবে দুর্গাপুজোর সময় টানা ১১ দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ‘ডবল’ ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
এবার দুর্গাপুজোয় সরকারি কর্মীদের ছুটির তালিকা (State Govt Employees Holiday List)
- ৩০ সেপ্টেম্বর (শুক্রবার): দুর্গাপুজোর পঞ্চমী। দুর্গাপুজোয় এমনিতে ছুটি থাকে না। রাজ্য সরকারের তরফে বাড়তি ছুটি দেওয়া হয়েছে।
- ১ অক্টোবর (শনিবার): দুর্গাপুজোর ষষ্ঠীতেও এমনিতে ছুটি থাকত না। তবে রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়া হয়েছে।
- ২ অক্টোবর (রবিবার): ওইদিন মহাসপ্তমী। রবিবার হওয়ায় এমনিতেই সাপ্তাহিক ছুটি। রবিবার না হলেও সেদিন ছুটি থাকত। কারণ সেদিন গান্ধীজয়ন্তী।
- ৩ অক্টোবর (সোমবার): মহাষ্টমী। এনআই অ্যাক্টে দুর্গাপুজোর অষ্টমীতে ছুটি থাকে।
- ৪ অক্টোবর (মঙ্গলবার): মহানবমী। সেদিনও সরকারি কর্মচারীদের ছুটি থাকে।
- ৫ অক্টোবর (বুধবার): বিজয়া দশমী পড়েছে। সেদিনও ছুটি থাকে।
- ৬ অক্টোবর (বৃহস্পতিবার): একাদশী। দুর্গাপুজোর বাড়তি ছুটি।
- ৭ অক্টোবর (শুক্রবার): দ্বাদশী ছুটিতে এমনিতে সরকারি কর্মচারীদের ছুটি থাকত না। তবে ছুটি দিয়েছে রাজ্য সরকার। সেদিন জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভাল হবে।
- ৮ অক্টোবর (শনিবার): রাজ্য সরকার দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে। সেদিন কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে।
- ৯ অক্টোবর (রবিবার): সেদিন কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে। তবে রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকত।
- ১০ অক্টোবর (সোমবার): কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি ছুটি।
রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া
দুর্গাপুজোয় যে ১০ দিন ছুটি থাকবে, তা আগে থেকেই জানতেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে তাঁদের বক্তব্য, ছুটির ‘উপহারের’ পরিবর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মিটিয়ে দেওয়া হোক। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান, সেখানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ মাত্র তিন শতাংশ। (5th Pay Commission: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত খবর পড়ুন এখানে)
দুর্গাপুজো নিয়ে মমতার বিভিন্ন ঘোষণা
- এবার ৪৩,০০০ পুজো কমিটিকে ৬০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। রাজ্যের ‘ভাঁড়ার শূন্য’ হওয়া সত্ত্বেও ১০,০০০ টাকা বেশি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশা, মা দুর্গার হাত ধরে রাজ্যের আর্থিক সংকট কেটে যাবে। আসবে সাফল্যের জোয়ার।
- বিদ্যুতের বিলের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে ৬০ শতাংশ ছাড়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা আগে ছিল ৫০ শতাংশ। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, দমকলের ছাড়পত্রের জন্যও কোনও টাকা লাগে না।
আরও পড়ুন: UNESCO: পুজোর মিছিল ১ সেপ্টেম্বর, কালো ছাতা আনবেন না, অফিস- স্কুলে আগাম ছুটি
- কবে বিসর্জন হবে? মমতা বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী। ১ অক্টোবর হচ্ছে মহাষষ্ঠী। ২ অক্টোবর হচ্ছে মহাসপ্তমী। ৩ অক্টোবর হচ্ছে মহাষ্টমী। ৪ অক্টোবর হচ্ছে মহানবমী। ৫ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে।’
- দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এবার বৃহদাকারে কার্নিভাল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ১ সেপ্টেম্বর মিছিল হবে। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে। একদিন আগেই জেলাগুলিতে কার্নিভাল আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।