বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাস্তায় পড়ে শিশুর অর্ধেক দেহ, বাকিটা টানল কুকুরে, হাড়হিম ঘটনা উত্তরপাড়ায়

রাস্তায় পড়ে শিশুর অর্ধেক দেহ, বাকিটা টানল কুকুরে, হাড়হিম ঘটনা উত্তরপাড়ায়

শিশুর অর্ধেক দেহ পড়েছিল উত্তরপাড়ায়। 

স্থানীয় এক যুবক বলেন, রাস্তা দিয়ে আসছিলাম। সেই সময় দেখি রাস্তায় দুটি পা পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম পুতুলের পা। এরপর লোকজনকে ডাকি। তারপর পুলিশকেও ফোন করি। পরে দেখা যায় মাথার অংশটা একটি কুকুরে টেনে নিয়ে যাচ্ছে।

হুগলির উত্তরপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড। পাওয়ার হাউজ এলাকার গলি। সেই গলিতেই হাড়হিম করা দৃশ্য। এক যুবক দেখতে পান, একটি সদ্যোজাতের অর্ধেক দেহ পড়ে রয়েছে রাস্তায়। বাকি অর্ধেক কোথায় গেল? একটু পরেই দেখা যায় সেই অর্ধেক দেহটি টিনে নিয়ে যাচ্ছে একটি কুকুর। দেখেই শিউরে ওঠেন বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি, এর আগেও উত্তরপাড়ায় এই ধরনের ঘটনা হয়েছে। রাস্তায় সদ্যোজাতের দেহ এল কোথা থেকে? প্রশ্ন উঠছে এলাকায়।

স্থানীয় এক যুবক বলেন, রাস্তা দিয়ে আসছিলাম। সেই সময় দেখি রাস্তায় দুটি পা পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম পুতুলের পা। এরপর লোকজনকে ডাকি। তারপর পুলিশকেও ফোন করি। পরে দেখা যায় মাথার অংশটা  একটি কুকুরে টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাতের দিকে ফেলে দিয়েছে কেউ। এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে। পুলিশ দেহটি নিয়ে গিয়েছে।

পুরপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কোথা থেকে এই শিশুর দেহ এল তা বোঝা যাচ্ছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

বাসিন্দাদের দাবি, কোনও নার্সিংহোম থেকে এই শিশুটি ফেলা হয়েছে কি না তা দেখা দরকার। কোনও অবৈধ সন্তান ওখানে ফেলে দেওয়া হয়েছে কি না তা দেখা দরকার। তবে গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। 

বন্ধ করুন