সপ্তাহখানেক আগেই বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবসর নিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর জায়গায় নতুন উপাচার্যের দায়িত্ব নিয়েছেন সঞ্জয় কুমার মল্লিক। তবে তাঁকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: উপাসনা গৃহের সামনে ৩ কিমি রাস্তা ফিরে পেতে রাষ্ট্রপতিকে চিঠি বিশ্বভারতীর
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নিয়োগের আবেদন জানানো হয়েছে। বিশ্বভারতীর এক প্রাক্তনীও আবেদন জানানোর সময় তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে যাতে একজন যোগ্য ব্যক্তিকে স্থায়ী উপাচার্য করা যায় সেই আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন একের পর এক বিতর্কে জড়িয়ে ছিলেন। তাকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল ছাত্র-শিক্ষক থেকে শুরু করে আশ্রমিকদের মধ্যে। দীর্ঘদিন ধরেই তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন ছাত্র শিক্ষকরা। কিন্তু তা সত্ত্বেও উপাচার্য পদ ছাড়েননি বিদ্যুৎ চক্রবর্তী। একাধিভার তাঁর বাসভবনের সামনে অবস্থানও করেছিলেন ছাত্ররা। কিন্তু তাতেও কাজ হয়নি। শুধু তাই নয়, রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথকে নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। অবশেষে তাঁর মেয়াদ শেষ হওয়ায় বেজায় খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।
এদিকে, মেয়াদ শেষ হওয়ার পরে বিদ্যুৎকে একাধিক মামলায় থানায় হাজিরার জন্য ডেকে পাঠায় পুলিশ। তবে জানা যাচ্ছে, অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই সঞ্জয় কুমার বিশ্বভারতীর বিভিন্ন পুরনো রীতি নিয়ম ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন। শিক্ষকদের অসন্তোষ মেটাতে তৎপর হয়েছেন তিনি। এর পাশাপাশি বিশ্বভারতীর উন্নয়নেও তিনি তৎপর হয়েছেন বলে জানা যাচ্ছে। ছাত্ররা চাইছেন এমন একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হোক যিনি পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবেন।