ডায়মন্ড হারবারের সভা থেকে ডিসেম্বরে তিনটি তারিখের কথা উল্লেখ করে জল্পনা উসকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিনটি তারিখ হল ১২, ১৪ এবং ১৯ ডিসেম্বর। এই তিনটি দিনে বড় কিছু হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা। ফলে স্বাভাবিকভাবেই ওই দিন গুলিতে কী হতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া এই তারিখ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে কটাক্ষ করলেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।
ঠিক কী বলেছেন সুপ্রকাশ গিরি?
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা বলেছেন। আমি তার বিশ্লেষণ করে দিলাম। ১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বৌভাত এবং ১৯ তারিখ হানিমুন।’ যদিও কার বিয়ে সে বিষয়ে উল্লেখ করেননি সুপ্রকাশ। তবে শুভেন্দুর মন্তব্যকে এরকমভাবেই কাটাছেঁড়া করে বিশ্লেষণ করেছেন সুপ্রকাশ গিরি। আর তাঁর এই পোস্টের পরেই পাল্টা বিজেপিও তোপ দেখেছে অখিল পুত্রকে। পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি অসীম মিশ্র বলেন, ‘বিয়ে বাড়ি হবে পুলিশের কাছে, কোর্টে তোলা হলে হবে বৌভাত এবং হানিমুন হবে সিবিআই ইডির কাছে।’
শুভেন্দু বলেছিলেন, ‘ডিসেম্বরে আবার আসব। লাড্ডু নিয়ে আসব।’ যদিও তিনি কারণ উল্লেখ করেননি। পরে সাংবাদিকরা তাঁকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি, তারিখ বেঁধে দিয়ে বলেছিলেন, ‘আমি বলেছি ভাল কিছু একটা হবে।’ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা আগেই দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আগেই বলেছেন, যদি এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সংস্থা তৎপরতা দেখায় তাহলে বুঝতে হবে বিজেপির কথাতেই কেন্দ্রীয় সংস্থা কাজ করে। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলেও কটাক্ষ করেছিলেন।