বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বহু দিন কেটে গিয়েছে, যাদবপুরে র‌্যাগিংয়ে জড়িতদের এখনও শাস্তি দিয়ে উঠতে পারল না কমিটি

বহু দিন কেটে গিয়েছে, যাদবপুরে র‌্যাগিংয়ে জড়িতদের এখনও শাস্তি দিয়ে উঠতে পারল না কমিটি

 যাদবপুর বিশ্ববিদ্যালয়।

অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড আগেই নিজেদের মতামত জানিয়েছিল। পুজোর আগে অ্যান্টি র‌্যাগিং কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, তখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি অ্যান্টি র‍্যাগিং কমিটি। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ কমিটি রিপোর্ট জমা দিয়েছে গত সেপ্টেম্বরে। তাতে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়েছিল অভ্যন্তরীণ কমিটি। কিন্তু, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটি। সোমবার কমিটির বৈঠক হয়। তাতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তার পরিবর্তে কমিটি আবার অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের কাছে বিষয়টি পাঠিয়ে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ, র‌্যাগিং কাণ্ডে ১২ জন

অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড আগেই নিজেদের মতামত জানিয়েছিল। পুজোর আগে অ্যান্টি র‌্যাগিং কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, তখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি অ্যান্টি র‍্যাগিং কমিটি। এই অবস্থায় সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাড়াহুড়ো করে এভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না। জানা গিয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে র‍্যাগিং স্কোয়াড তাদের পর্যবেক্ষণ জমা দিয়েছে। তাতে কিছু বিষয়ে অভ্যন্তরীণ কমিটির সঙ্গে তাদের সহমত রয়েছে আবার কিছু বিষয়ে তাদের আপত্তিও রয়েছে। তবে তারা যে রিপোর্ট স্কোয়াডের তরফে পাঠানো হয়েছে সেটি অসম্পূর্ণ। সেই যুক্তি দিয়ে পুনরায় বিষয়টি অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের কাছে ফেরত পাঠানো হয়েছে।

অক্টোবরের শুরুতে আন্টি র‌্যাগিং স্কোয়াড তাদের রিপোর্ট জমা দিয়ে মেন হোস্টেলের এ টু ব্লকের সমস্ত আবাসিকদের বহিষ্কারের বিষয়ে সম্মতি জানিয়েছিল। এছাড়া, ৩১ জন ছাত্রকে বরখাস্ত করার সুপারিশেও সম্মতি জানিয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, অ্যান্টি র‌্যাগিং কমিটির সদস্যরা মনে করছেন স্কোয়াডে রিপোর্ট অসম্পূর্ণ তাই তাদের পুনরায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইভাবে র‌্যাগিংকে উৎসাহিত করছে। 

এদিকে, সোমবার একটি বৈঠকের পরে অ্যান্টি র‌্যাগিং কমিটির সদস্যরা প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। নিউ ব্লক হস্টেল পরিদর্শন করেন তাঁরা। এছাড়া, অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডও সল্টলেক ক্যাম্পাসের হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন।

বাংলার মুখ খবর

Latest News

৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন… খারাপ আলোর জের!পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল ছবি কলকাতার Infosys-এ নিয়োগ হবে! ইন্টারভিউও এখানে, কবে? কী কী লাগবে? কোন পদে? ভারত অধিনায়কদের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরে কোথায় বিরাট-সচিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.