ডিএলএডের প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, অল্প সময়ের জন্য প্রশিক্ষণ নিয়েও কিছু ছাত্রকে টাকার বিনিময়ে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বিতর্কের জেরেই থমকে গিয়েছিল ডিএলএড পড়ুয়াদের প্রথম বর্ষের পরীক্ষা। তবে গত মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই জট কাটে। কলকাতা হাইকোর্ট প্রথম বর্ষের পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার নির্দেশ দেয়। সেই সঙ্গে কিছু শর্ত বেধে দেয়। এবার কলকাতা হাই কোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২১-২৩ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়াদের যাবতীয় নথি চেয়ে পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ৯ মে-র মধ্যে এই সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট ফরম্যাটে ডিএলএড কলেজগুলিকে এই সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই ফরম্যাট প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কলেজগুলিকে পাঠানো হয়েছে জানা গিয়েছে। ওই ফরমেটে কলেজের নাম, বাবার নাম, পড়ুয়া কবে ভরতি হয়েছিল, কতগুলি ক্লাস করেছে, কতগুলি ক্লাস হয়েছিল, উপস্থিতির হার এই সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠাতে হবে। তাছাড়া তালিকায় সবশেষে কলেজের প্রিন্সিপ্যালকে সই করতে হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ডিএলএডের রেজিস্ট্রেশন করানোর সময় প্রত্যেক পড়ুয়ারা তথ্য যাচাই করতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম মেনে। যে সমস্ত পড়ুয়ারা ক্লাসে উপস্থিত ছিলেন শুধুমাত্র তারাই ডিএলএডের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবে।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের যাবতীয় তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা দিতে হবে। সেই নির্দেশ মেনেই আগামী ৯ মে-র মধ্যে পড়ুয়াদের উপস্থিতি সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ডিএলএডে ভরতিতে নিয়ম মানা হয়নি এই অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন সুকান্ত গুড়িয়া নামে এক চাকরিপ্রার্থী। তাঁর অভিযোগ ছিল, ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভরতির শেষ দিন ছিল ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর। সেই সময় অনলাইনে ভরতি নেওয়া হয়। কিন্তু তার পর নিয়ম না মেনে ক্লাস শুরুর ৪-৫ মাস পরে অনেক অফলাইনে বেসরকারি কলেজ ভরতি নেয়। এর পর গত বছর ২২ ডিসেম্বর পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অফলাইনে যাঁরা ভরতি হয়েছেন, তাঁদের নাম নথিভুক্ত হয়নি। তারপরেই পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup