বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cattle Smuggling: গরুপাচারকাণ্ডে জেরার জন্য ১৭ জন IAS ও IPS-কে দিল্লিতে ডেকে পাঠাল ED

Cattle Smuggling: গরুপাচারকাণ্ডে জেরার জন্য ১৭ জন IAS ও IPS-কে দিল্লিতে ডেকে পাঠাল ED

প্রতীকি ছবি (ফাইল ছবি)

ইডি সূত্রে জানা গিয়েছে, গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে তারা। গোয়েন্দারা জানতে পেরেছেন পদস্থ পুলিশ আধিকারিকের মাধ্যমে পাচারের হিস্সা পৌঁছত রাজনৈতিক নেতাদের কাছে।

কয়লাকাণ্ডের তদন্তে রাজ্যের ১৭ জন বরিষ্ঠ IAS ও IPS আধিকারিককে দিল্লিতে তলব করল ইডি। স্বাধীনতা দিবসের সপ্তাহের পর প্রত্যেককে এক একদিন তলব করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ডিআইজি সিআইডি জ্ঞানবন্ত সিং-সহ রাজ্যের ১২ জন IPS আধিকারিক। এছাড়া রয়েছেন ৫ জন IAS আধিকারিক।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে তারা। গোয়েন্দারা জানতে পেরেছেন পদস্থ পুলিশ আধিকারিকের মাধ্যমে পাচারের হিস্সা পৌঁছত রাজনৈতিক নেতাদের কাছে। এই কাজে কারা যুক্ত ছিল। তাদের ব্যাপরে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এই আধিকারিকরা জানেন কি না তা নিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।

বেপাত্তা অনুগামীরা, অনুব্রতর বাড়িতে CBI ঢুকতেই বাইরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

ইডির সূত্রে খবর, ২২ অগাস্ট হাজিরা দিতে বলা হয়েছে জ্ঞানবন্ত সিংকে, ২৩ অগাস্ট কোটেশ্বর রাও, ২৪ অগাস্ট শ্যাম সিং, ২৫ অগাস্ট এলএম মিনা, ২৬ অগাস্ট সেলভামুরুগন, ২৯ অগাস্ট সুকেশ জৈন ও ৩১ অগাস্ট ভাস্কর মুখোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এছাড়া তালিকায় রয়েছে আরও ৪ IPS ও 5 IAS আধিকারিকের নাম।

ইডি সূত্রে খবর, যে ভাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দিনের পর দিন কয়লা পাচার হয়েছে তা প্রশাসনের শীর্ষকর্তাদের মদত ছাড়া অসম্ভব। ইতিমধ্যে জেরায় সেকথা স্বীকার করেছে ধৃতরা। সেই তথ্যের ভিত্তিতে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের দিল্লি তলব করল ইডি।

ঠাকুর ঘরের দরজা ভিতর থেকে ভিজানো, কী ভাবে অনুব্রতকে ধরল সিবিআই

কলকাতার বদলে আধিকারিকদের দিল্লিতে তলব করা নিয়েও উঠছে প্রশ্ন। তবে কি এদের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারে ইডি। যেজন্য সদর দফতরে বসিয়ে বরিষ্ঠ আধিকারদের সামনে জেরা করা হতে পারে তাদের?

 

বন্ধ করুন