বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Madan Mitra: আদালতে পৌঁছতে দেরি, বিচারকের ধমক খেলেন ফিরহাদ-মদন

Madan Mitra: আদালতে পৌঁছতে দেরি, বিচারকের ধমক খেলেন ফিরহাদ-মদন

আদালত থেকে বেরিয়ে আসছেন মদন মিত্র (নিজস্ব চিত্র)

ফিরহাদ, মদন ছাড়াও হাজির হাওয়ার কথা ছিল শোভন চট্টোপাধ্যায়ের। তিনি অবশ্য যথাসময়ে পৌঁছে যান।

আদালতে দেরিতে পৌঁছে বিচারকের কাছে ধমক খেলেন ফিরহাদ হাকিম ও মদন মিত্র। মঙ্গলবার নারদা মামলা সংক্রান্ত শুনানি ছিল বিধানগরের দায়রা আদালতে। ফিরহাদ, মদন ছাড়াও হাজির হাওয়ার কথা ছিল শোভন চট্টোপাধ্যায়ের। তিনি অবশ্য যথাসময়ে পৌঁছে যান। দু'জনে বিচারকের কাছে জানিয়েছেন, যানজটের কারণে তাঁদের পৌঁছতে দেরি হয়েছে।

এদিন নারদা সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে খানিকটা দেরিতে পৌঁছন ফিরহাদ হাকিম ও মদন মিত্র। বিচারক শুভেন্দু সাহা তাঁদের দেরিতে ঢুকতে দেখে বলেন আপনারা কত বড় ভিআইপি হয়ে গিয়েছেন যে বিচারককে অপেক্ষা করতে হব?' জবাবে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,'পিজি হাসপাতালের সামনে যানজট ছিল তাই দেরি হয়ে গিয়েছে। এ ছাড়া কোনও কারণ। দেরি হওয়ার জন্য আমি নিজেই লজ্জিত।' শুনে বিচারপতি বলেন, 'কেউ সময়ে না পৌঁছলে কী ভাবে তুলে আনতে হয় জানা আছে।' তবে সময়েই আদালতে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানি ২১ এপ্রিল।

বন্ধ করুন