বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সারদা মামলা- অতিরিক্ত চার্জশিট ইডির, কুনাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আর্জি

সারদা মামলা- অতিরিক্ত চার্জশিট ইডির, কুনাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আর্জি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতর। ছবি সৌজন্য–এএনআই।

এদিন তা গ্রহণ করেছে সিবিআইয়ের বিশেষ আদালত
  •  
  • সারদাকাণ্ডে অতিরিক্ত চার্জশিট জমা পড়ল ব্যাঙ্কশাল আদালতে। শুক্রবার এই চার্জশিট আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সারদা মামলায় ২ সাংবাদিক ও তাঁদের ৩ সংস্থার বিরুদ্ধে তদন্ত চেয়ে অতিরিক্ত চার্জশিট পেশ করল ইডি। এদিন ৫০ পাতার

    অতিরিক্ত চার্জশিট (‌প্রসিকিউশন কম্পলেন্ট)‌ জমা পড়েছে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে। আদালতে এই চার্জশিট জমা দেন ইডির তদন্তকারী আধিকারিক অজয় লুহাচ। এরপর সেটি আদালতে পেশ করেন ইডির তরফের বিশেষ সরকারি আইনজীবী অভিজিৎ ভদ্র।

    চার্জশিটে আদালতের কাছে দু’‌জন সাংবাদিক ও তাঁদের মোট তিনটি সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সমন জারির অনুমতি চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন তা গ্রহণ করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।

    এই প্রসঙ্গে ইডির তরফের বিশেষ সরকারি আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘‌ এই মামলায় ২০১৬ সালে ২১ জনের নামে প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছিল। তারপর সিবিআইয়ের চার্জশিট দেওয়া বাকি থাকায় আমরা পুনরায় চার্জশিট জমা দিতে পারছিলাম না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিট জমা পড়ার পরই আমাদের প্রক্রিয়া শুরু হয়। এদিন সুমন চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ ছাড়াও তাঁদের মোট ৩টি সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে ৫০ পাতার অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে।’‌

    সারদার আর্থিক তছরুপের মামলায় জমা দেওয়া এই অতিরিক্ত চার্জশিটে নাম উঠে এসেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংবাদিক কুণাল ঘোষ ও সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের। সেখানে তাদের এই তিনটি সংস্থার বিরুদ্ধে সারদার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে ইডি। এই চার্জশিটে রয়েছে কুণাল ঘোষের একটি সংস্থা ‘‌স্ট্র্যাটেজি মিডিয়া কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড’‌ যেখানে তিনি ডিরেক্টর পদে আসীন ছিলেন। আর সুমন চট্টপাধ্যায়ের ‘‌দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’‌ ও ‘‌একদিন মিডিয়া প্রাইভেট লিমিটেড’‌।

    যদিও চার্জশিটে যে দু’জনের নাম রয়েছে, ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার হয়ে বেশ কয়েকবছর কারাগারে বন্দিদশা কাটিয়েছেন। অবশ্য এখন দু’‌জনেই জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। মাসদুয়েক আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদও পেয়েছেন। পাশাপাশি সংবাদ জগতের সঙ্গেও নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত রেখেছেন। অন্য দিকে, বিশিষ্ট তথা বর্ষীয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় অবশ্য এখনও সাংবাদিকতার জীবনে ফিরে আসেননি। তিনি একান্তেই নিজের অবসর যাপন করছেন।

    দীর্ঘ বিরতির পর এমনই একটা সময়ে পুনরায় সারদা মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইডি। বিধানসভা নির্বাচনের আগেও এই মামলায় কুণাল ঘোষ-সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সূত্রে ধরেই এ দিনের চার্জশিট জমা করা হয়েছে। সূত্রের খবর, কুণাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়রা কী ভাবে সারদা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন, সেই তথ্য বিস্তারিতভাবে চার্জশিটে তুলে ধরা হয়েছে।

    সারদার থেকে এই দু’‌জনের তিনটি সংস্থার অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা ঢুকত, কী ধরনের আর্থিক লেনদেন হত, সমস্ত তথ্য উল্লেখ করেছে ইডি। এমনকী, যাঁদের নাম চার্জশিটে রয়েছে তাঁরা ব্যক্তিগতভাবেও লাভবান হয়েছেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

     

    বাংলার মুখ খবর

    Latest News

    স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

    Latest IPL News

    স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.